Advertisements

বিদেশি ভুলে ভারতীয়কে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব, নয়া সিদ্ধান্ত টাটার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ৬৯ বছর আগে পর্যন্ত এয়ার ইন্ডিয়া ছিল টাটার হাতে। তবে এই সংস্থা সরকার অধিগ্রহণ করার পর ফের ২০২১ সালের ৮ অক্টোবর পুনরায় এই সংস্থাকে কিনে নেয় টাটা গ্রুপ। সংস্থার অচলাবস্থার পর তা বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হলে টাটার হাতেই আসে এয়ার ইন্ডিয়া।

Advertisements

১৮ হাজার কোটি টাকার বিনিময়ে দেশের এই উড়ান সংস্থা হস্তান্তরিত করা হয়। সংস্থা হস্তান্তরিত হওয়ার পর টাটা গ্রুপের তরফ থেকে নতুন করে সমস্ত কিছু সাজানো গোছানো শুরু করে। ইতিমধ্যেই টাটা সংস্থার হাত ধরেই পুনরায় এই এয়ার ইন্ডিয়া আকাশে পাখা মিলতে শুরু করেছে। তবে এরই মধ্যে জল্পনা ছিল কে হবেন এই সংস্থার চেয়ারম্যান!

Advertisements

এমত অবস্থায় গত মাসে তুরস্কের উড়ান সংস্থার প্রাক্তন চেয়ারম্যান ইলকার আইসিকে এয়ার ইন্ডিয়ার সিইও ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে ঘোষণা করেছিল টাটা। যদিও সপ্তাহ দুয়েক পরে টাটার সেই প্রস্তাব ফিরিয়ে দেন ইলকার। এরপরই টাটা গোষ্ঠীর তরফ থেকে সমস্ত রকম বিদেশী চিন্তাভাবনা সরিয়ে এই টাটা এয়ার ইন্ডিয়া উড়ানের চেয়ারম্যান ঘোষণা করা হলো এন চন্দ্রশেখরণকেই।

Advertisements

সোমবার সংস্থার বোর্ড মিটিংয়ের পর এয়ার ইন্ডিয়ার নতুন চেয়ারম্যানের নাম গোসল না করে টাটা গ্রুপ। সেখানেই নতুন চেয়ারম্যান হিসাবে এন চন্দ্রশেখরণকের নাম ঘোষণা করা হয়। এখন থেকে এই ভারতীয় টাটা সন্সের চেয়ারম্যান পদ সামলানোর পাশাপাশি এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান পদ সামলাবেন।

এন চন্দ্রশেখরণ দীর্ঘদিন ধরেই নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্ব সামলেছেন। তিনি টাটা সন্সের ১০০টির বেশি কোম্পানির দায়িত্বে রয়েছেন। তিনি ২০১৬ সালের অক্টোবর মাসে টাটা সন্সের বোর্ড সদস্য হন। এরপরই পরের বছর অর্থাৎ ২০১৭ সালের জানুয়ারি মাসে টাটা সন্সের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। এবার তিনি সামলাবেন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যানের দায়িত্ব।

Advertisements