চালু হচ্ছে অনলাইনে জমিজমার রেজিস্ট্রেশন, মিলবে ২০,০০০ টাকা পর্যন্ত ছাড়

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : অনলাইনের মাধ্যমে সম্পত্তির রেজিস্ট্রেশন প্রক্রিয়া চালু করলো রাজ্য সরকার। ২০ই এপ্রিল থেকে জমি বাড়ি সম্পত্তির ই-রেজিস্ট্রেশন করা যাবে। লকডাইনের কারণে হঠাৎ করে যেমন জমি, বাড়ি, সম্পত্তির রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাওয়ায় বিপদে পড়েছিলেন বহু মানুষ তেমনি রেজিস্ট্রেশন ফি বাবদ রাজস্ব আদায় বন্ধ হয়ে গিয়েছিল রাজ্য সরকারের।

সরকারের রাজস্ব আদায়ের একটা বড় অংশই আসে এই রেজিস্ট্রেশন ফি থেকে। লকডাইনের কারণে ঠিকমতো হচ্ছে না রাজস্ব আদায়। টান পড়েছে রাজ্য সরকারের ভাঁড়ারে। সেই কারণেই অর্থনৈতিক সঙ্কট থেকে বাঁচতে এই ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করা হল বলে মনে করা হচ্ছে।

বৃহস্পতিবার এনিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠক পর মুখ্য সচিব রাজীব সিনহা জানান, “২০ই এপ্রিল থেকে অনলাইন ব্যবস্থায় জমি, বাড়ি, সম্পত্তির ই-রেজিস্ট্রেশন চালু করছে রাজ্য সরকার। প্রয়োজনীয় কাগজ, দলিল অনলাইন মাধ্যমেই করা যাবে। তবে লকডাইন উঠে গেলে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বায়োমেট্রিক নমুনা দিতে হবে।”

পরবর্তীতে অগ্ৰাধিকারের ভিত্তিতে দলিল দেওয়ার ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে এও জানানো হয়েছে, যদি একই সঙ্গে অনেক দলিল রেজিস্ট্রি করতে হয় তাহলে রেজিস্ট্রেশন ডিরেক্টরের অফিসে গিয়ে রেজিস্ট্রি করতে হবে। তবে অনলাইন ব্যবস্থা সম্বন্ধে অনেকেরই সঠিক ধারণা নেই। সেখানে জমি, বাড়ি সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ের রেজিস্ট্রেশন এই মুহূর্তে অনলাইন ব্যবস্থায় কতদূর করা যাবে তা নিয়ে প্রশ্ন উঠছে।