রাজ্য সরকারি কর্মচারীদের ভাইফোঁটার ছুটিতে রদবদল, নয়া বিজ্ঞপ্তি নবান্নের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাংলায় বারো মাসে তেরো পার্বণ। বারো মাসে তেরো পার্বণের কারণে বিভিন্ন ক্ষেত্রে সরকারি ছুটি পাওয়া যায়। সেই রকমই এবার ভাইফোঁটার ছুটিতে রদবদল আনল রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মচারীদের ভাইফোঁটার ছুটি উপলক্ষে নয়া বিজ্ঞপ্তি প্রকাশ করতে দেখা গেল নবান্নকে।

Advertisements

২০২১ সালের ২৬ নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে ভাইফোঁটার ছুটিতে সামান্য রদবদল আনা হয়েছে। চলতি বছর ২৬ অক্টোবর অর্ধবেলার পর ভাইফোঁটার তিথি লাগছে। তবে ২৭ অক্টোবর পুরো দিন এই তিথি থাকবে। এরই পরিপ্রেক্ষিতে ২৭ অক্টোবর সরকারি কর্মচারীরা পূর্ণদিবস ছুটি পাবেন বলে জানানো হয়েছে নয়া বিজ্ঞপ্তিতে।

Advertisements

গত বছরও ভাইফোঁটা উপলক্ষে রাজ্য সরকারি কর্মচারীরা পূর্ণদিবস ছুটি পেয়েছিলেন। এই বছরও সেই ছুটি বহাল থাকছে। এর পাশাপাশি ছুটির তালিকা অনুযায়ী ২৪ এবং ২৫ অক্টোবর কালীপুজো উপলক্ষে বন্ধ থাকবে সরকারি অফিস। কালীপুজোর পর ভাইফোঁটা এবং তারপর আবার ছট পুজো উপলক্ষে ৩০ ও ৩১ অক্টোবর বন্ধ থাকবে সরকারি অফিস।

Advertisements

অক্টোবর মাসের সমস্ত ছুটির তালিকা হিসাব করলে দেখা যাবে রাজ্য সরকারি কর্মচারীরা মোট ১৫ দিন সরকারি ছুটি পাচ্ছেন। রাজ্যে সরকারের পালা বদলের পর ছুটির তালিকায় বিভিন্ন সম্প্রদায়ের আচার অনুষ্ঠান যুক্ত হয়েছে। এই সকল আচার অনুষ্ঠান যুক্ত হওয়ার ফলে ছুটির সংখ্যা বেড়েছে।

অন্যদিকে এই ছুটির সংখ্যা বৃদ্ধি করা নিয়ে ২০১৯ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ‘মস্তিষ্কের বিশ্রামের জন্য ছুটি দরকার। সে জন্য সুযোগ পেলেই তিনি সরকারি কর্মীদের ছুটি দিয়ে দেন।’

Advertisements