সুখবর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন বাড়লো আড়াই গুণ

নিজস্ব প্রতিবেদন : শুধু সরকারি কর্মচারী নয়, পুজোর আগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন নিয়েও সুখবর দিল রাজ্য সরকার। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সরকারি কর্মচারীদের বেতন কাঠামো তৈরির পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের নতুন পরিকাঠামো নিয়ে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে।

নবান্নের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২০১৫ সালের ৩১ শে ডিসেম্বর অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন যা ছিল, তা ২.৫৭ গুণ বেড়ে যাবে। কোন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বেসিক পেনশন ৩৩০২ টাকা থাকলে তিনি ৮৪৮৬.১৪ টাকা পাবেন। তবে সেই টাকা রাউন্ড অফ করে ৮৫০০ টাকা দেওয়া হবে।

নতুন এই পেনশন কাঠামো পূর্বঘোষিত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর মতোই ২০২০ সালের পয়লা জানুয়ারি থেকে লাগু হবে। এছাড়াও বাড়ানো হয়েছে পেনশনের উর্ধ্বসীমার গন্ডিও। পেনশনের উর্ধ্বসীমা ৩৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৫০০ টাকা করা হয়েছে।

এখানেই শেষ নয়, এছাড়াও রিভিশন অফ পে এন্ড অ্যালাউন্সে বলা হয়েছে পেনশনভোগী ৮০ থেকে ৮৫ বছরের মধ্যে হলে পেনশনের উপর আরো ২০ শতাংশ টাকা পাবেন। ৮৫ থেকে ৯০ বছরের মধ্যে হলে আরো ৩০ শতাংশ টাকা পাওয়া যাবে। আর কোনো পেনশনভোগী বয়স ১০০ বছর পেরিয়ে গেলে বর্ধিত পেনশন পরিকাঠামোর উপর ১০০% অতিরিক্ত পেনশন পাওয়া যাবে।

পুজোর আগে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন পরিকাঠামোর এমন পরিবর্তন নিয়ে স্বভাবতই খুশির হাওয়া পেনশনভোগীদের মধ্যে।