রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে ৮টি বিশেষ ট্রেনের বন্দোবস্ত নবান্নের, রইলো তালিকা

Madhab Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে পরিযায়ী শ্রমিকদের ফেরাতে এবার ৮টি বিশেষ ট্রেনের বন্দোবস্ত করলো রাজ্য সরকার, সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে। বিভিন্ন রাজ্যে লকডাউনের কারণে আটকে পড়া শ্রমিকদের কীভাবে ফেরানো হবে তার তালিকা নবান্নের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। অবশ্য এই সিদ্ধান্তের আগেই আজমেঢ় ও কেরালা থেকে দুটি ট্রেনে আড়াই হাজার শ্রমিককে ফেরানো হয়েছে।

Advertisements

Advertisements

এই আটটি ট্রেন ৯ মে, ১০ মে ও ১১ মে পরিযায়ী শ্রমিকদের নিয়ে চন্ডীগড়, জলন্ধর, বেঙ্গালুরু, ভেলোর ও হায়দরাবাদ থেকে রওনা দেবে বাংলার উদ্দেশে। এদের মধ্যে ৯ মে বেঙ্গালুরু থেকে ৩টি ও হায়দরাবাদ থেকে ১ ট্রেন ছাড়বে। বেঙ্গালুরু থেকে প্রথম ট্রেনটি আসবে বাঁকুড়া জেলায়। ওই জেলায় বাঁকুড়ার ১৩৪৭ জন এবং ঝাড়গ্ৰামের ৫২৭ জনকে নিয়ে আনা হচ্ছে। বেঙ্গালুরু থেকে দ্বিতীয় ট্রেনটি যাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। ওই ট্রেনে করে ফেরত আনা হবে কোচবিহারের ৩১১৭ জন, আলিপুরদুয়ারের ১৫১ জন, জলপাইগুড়ির ৩৯১ জন, দার্জিলিঙের ১১৭ জন ও কালিম্পংয়ের ৩ জন অধিবাসীকে।

Advertisements

৯ই মে বেঙ্গালুরু থেকে তৃতীয় ট্রেনটি আসবে পুরুলিয়া স্টেশনে। ওই ট্রেনে পুরুলিয়ার ১২৪৪ জন, বীরভূমের ৫৯০ জন, পশ্চিম বর্ধমানের ১৯৬ জনকে ফেরানো হবে। হায়দ্রাবাদ থেকে আসা ট্রেনটিও ৯ তারিখে ফিরে আসবে মালদা স্টেশনে। মালদহ থেকে যাওয়া শ্রমিকদের মূলত ওই ট্রেনে ফেরানো হবে। তবে কতজন ফিরবে সেই সংখ্যা এখনও স্পষ্ট করে জানা যায়নি। ১০ মে জলন্ধর থেকে আসা ট্রেনটি ১১ মে ব্যান্ডেলে পৌঁছাবে। হুগলি জেলার ১০৬৪ এবং নদীয়ার ২৫০ জনকে ফেরানো হবে। এছাড়াও ১১ মে আরও তিনটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে নবান্ন। যার মধ্যে ২ টি ট্রেন ভেলোর থেকে ছাড়বে। পরিযায়ী শ্রমিক ছাড়াও ভেলোরে যে সব ব্যক্তি চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়েছেন মূলত তাদের ফেরানো হবে।

ভেলোর থেকে ছাড়া ট্রেনটি ১১ তারিখে যাত্রা শুরু করে ১২ তারিখে পৌঁছাবে হাওড়া স্টেশনে। ওই ট্রেনে নদীয়ার ২২৩ জন, উত্তর ২৪ পরগণার ৪৭২ জন, হাওড়ার ১৯৯ জন ও পশ্চিম বর্ধমানের ৩৩৬ জনকে ফেরানো হবে। ভেলোর থেকে অপর ট্রেনটি ১১ মে ছেড়ে ১২ তারিখে খড়গপুর স্টেশনে এসে পৌঁছাবে। ওই ট্রেনে করে পশ্চিম মেদিনীপুরের ৩৩৫ জন, পূর্ব মেদিনীপুরের ২৪১ জন, কলকাতার ৯৭ জন, হুগলির ২০০ জন, পূর্ব বর্ধমানের ১০২ জন ও দক্ষিণ ২৪ পরগণার ২৪৩ জন ফেরানো হবে।

এছাড়াও ১১ মে চন্ডীগড় থেকে একটি ট্রেন ছেড়ে দুর্গাপুর আসবে। ওই ট্রেনে বাঁকুড়ার ৯২৫ জন, পুরুলিয়ার ৭৭ জন, বীরভূমের ৩৬ জন ও পশ্চিম বর্ধমানের ২৬১ জনকে ফেরানোর চেষ্টা করছে বলে নবান্ন সূত্রের খবর।

প্রসঙ্গত, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিচ্ছে না রাজ্য সরকার, এমন অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার একটি চিঠি দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এরপরই সেই চিঠির প্রত্যুত্তরে কড়া ট্যুইট করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, “নিজের দায়িত্ব পালনে ব্যর্থ একজন স্বরাষ্ট্রমন্ত্রী এত সপ্তাহ পর মুখ খুললেন, তাও মিথ্যা প্রচারে! উনি ওই মানুষদের সম্পর্কে বলছেন, যাঁদেরকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে অমিত শাহের সরকারই। অমিত শাহ নিজের মিথ্যা অভিযোগ হয় প্রমাণ করুন, নয়তো ক্ষমা চান।”

Advertisements