নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের কোটি কোটি মানুষ যেমন রেল পরিষেবার (Indian Railways) ওপর ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে যান, ঠিক সেইরকমই প্রতিদিন লক্ষ লক্ষ টন পণ্য সামগ্রী রেল পরিষেবার ওপর ভর করেই এক জায়গা থেকে অন্য জায়গা পৌঁছে যাচ্ছে। এক্ষেত্রে রেলের তরফ থেকে আরও নতুন নতুন রুট তৈরি করে যাত্রাপথের সময় আরও কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঠিক সেইরকমই নদিয়ার গেদে রেলস্টেশন থেকে আরও কম সময়ে এবং সহজেই যাতে আলিপুরদুয়ার (Gede to Alipurduar Train) পৌঁছানো যায় তার জন্য নতুন ট্রেন রুট চালু করার বিষয়ে পদক্ষেপ নিচ্ছে ভারতীয় রেল। নতুন এই রুট বাস্তবায়িত হলে সময়, দূরত্ব কমে যাওয়ার পাশাপাশি খরচও অনেকটাই কমে যাবে। তবে নতুন এই রুটের জন্য প্রয়োজন বাংলাদেশের অনুমোদন।
আসলে ভারতীয় রেল নদীয়ার গেদে থেকে আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেন চালানোর জন্য বাংলাদেশের ভিতর হয়ে নতুন রুটের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে ভারতীয় রেলের পাশাপাশি ভারত সরকারের তরফ থেকে বাংলাদেশের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এই নিয়ে ভারত বাংলাদেশের ভিতরে দিয়ে ভারতের বিভিন্ন গন্তব্যের মধ্যে সময় কমানোর জন্য দুটি প্রস্তাব পাঠানো হলো।
আরও পড়ুন ? RBI Penalty: Paytm অতীত! এবার RBI-এর কোপে দুটি জনপ্রিয় ব্যাঙ্ক, দিতে হবে কোটি কোটি টাকা
নদীয়ার গেদে থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বাংলাদেশের ভিতর হয়ে নতুন যে রুটের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি ভারত থেকে রওনা দেওয়ার পর দর্শনা হয়ে বাংলাদেশে প্রবেশ করবে এবং ঈশ্বরদী-আব্দুলপুর-পার্বতীপুর হয়ে চিলাহাটি পর্যন্ত বাংলাদেশের মাটি ব্যবহার করে ফের ভারত ভূখণ্ডে ট্রেনটি ঢুকে পড়বে। এই ট্রেনটি পৌঁছাবে আলিপুরদুয়ারের জয়গাঁ পর্যন্ত। যদি বাংলাদেশ এমন প্রস্তাবে অনুমোদন দেয় তাহলে নদীয়ার গেদে থেকে আলিপুরদুয়ারের জয়গাঁ পর্যন্ত পৌঁছাতে যাত্রাপথ অনেকটাই কমে যাবে।
ভারত সরকার ট্রানজিট করিডর হিসাবে এই ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছে। প্রথম দিকে একটি ফাঁকা ট্রেন চালিয়ে ট্রায়াল রান চালানোর বিষয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। ভারতের এমন প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সরকার প্রতিরক্ষা থেকে শুরু করে সমস্ত বিভাগের সঙ্গে আলোচনা করছে বলেই সূত্রের খবর। সবার পরামর্শের ভিত্তিতেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সবুজ সংকেত দেবে। তবে সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে বাংলাদেশের ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ভারতের ট্রেন বাংলাদেশের মাটি হয়ে চালানোর বিষয়ে সবুজ সংকেত দিয়েছে।