Advertisements

চোখের সামনে পড়ে ১ লক্ষ টাকার বান্ডিল, কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিলেন যুবক

Shyamali Das

Updated on:

প্রতিম মস্করা : অর্থের প্রয়োজন নেই এমন মানুষের দেখা মেলা ভার। কোন কোন মানুষের সত্যিই অর্থের প্রয়োজন থাকে আবার কেউ কেউ কোটি কোটি টাকার মালিক হয়েও অর্থের পেছনে ছুটেন। তবে এসবের বাইরেও সমাজে এমন কিছু মানুষ রয়েছেন যারা নিজেদের পরিশ্রমের টাকা ছাড়া অবাঞ্ছিত টাকা হাতে তুলে নিতে কুণ্ঠিত হয়। আসলে তারা সমাজে সততার নজির গড়ে চলেছেন।

Advertisements

সম্প্রতি এমনই এক সততার নজির তৈরি করা এমনই এক যুবকের খোঁজ পাওয়া গেল বীরভূমে। ওই যুবক চোখের সামনে এক লক্ষ টাকার বান্ডিল পড়ে থাকতে দেখেও তা নিজের পকেটে পুড়ে বাড়ি চলে যান নি। বরং ওই এক লক্ষ টাকার বান্ডিল কুড়িয়ে ওই যুবক থানায় যান এবং পুলিশের হাতে সেই টাকা তুলে দেন। বর্তমান সময়ে এমন সততার নজির তৈরি করা মানুষের সন্ধান মেলা ভার।

Advertisements

৫০০ টাকার নোটের এমন এক লক্ষ টাকার বান্ডিল কুড়িয়ে পেয়ে তা পুলিশের হাতে দিয়ে এমন সততার নজির তৈরি করেছেন বীরভূমের শারিফুল সেখ। শারিফুল বীরভূমের নলহাটি থানার অন্তর্গত শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি সোমবার একটি এটিএম কাউন্টারের টাকা তুলতে গিয়ে দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল পড়ে থাকতে দেখেন। তারপর সেই নোটের বান্ডিল নলহাটি থানার পুলিশের হাতে তিনি তুলে দেন। পুলিশের তরফ থেকে তার সততা দেখে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

Advertisements

জানা গিয়েছে, শারিফুল সোমবার ব্যক্তিগত কাজে তার পরিবারের সদস্যদের সঙ্গে নলহাটি এসেছিলেন। সেই সময় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম কাউন্টারে তিনি টাকা তুলতে যান। টাকা তুলতে গিয়ে দেখতে পান দুটি ৫০০ টাকার নোটের বান্ডিল মেঝেতে পড়ে রয়েছে। এরপর তিনি সেই টাকা কুড়িয়ে চলে যান নলহাটি থানায়। শারিফুলের জায়গায় অন্য কেউ থাকলে কি করতেন তা হয়তো বলা মুশকিল, তবে তিনি যে সততার দৃষ্টান্ত তৈরি করলেন তা নিয়ে কোনো প্রশ্ন ওঠে না।

অন্যদিকে কিভাবে ওই এটিএম কাউন্টারের এই ৫০০ টাকার নোটের দুটি বান্ডিল এলো তা নিয়ে অনেকের মধ্যেই কৌতূহল। যদিও কারণ জানা যায়নি। তার কারণ জেনেই বা কি হবে! কারণ এখন যে এই এত সংখ্যক টাকা কুড়িয়ে পেয়েও ফিরিয়ে দিয়ে হিরো হয়ে উঠেছেন শারিফুল।

Advertisements