নিজস্ব প্রতিবেদন : সাত দশক আগে শেষবার ভারতে দেখা গিয়েছিল চিতা। এরপর গত শনিবার আফ্রিকার নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়। এই সকল চিতাগুলি রাখা হয়েছে মধ্যপ্রদেশের কুনো উদ্যানে। এখন দেশে আনা এই আটটি চিতাকে নিয়ে উৎসাহের শেষ নেই।
ভারত থেকে বিলুপ্ত হয়ে যাওয়া চিতার বংশ ফিরিয়ে আনার উদ্দেশ্য নিয়েই এই আটটি চিতা আনা হয়েছে। ঘন্টায় ৭০ মাইল গতিবেগে দৌঁড়াতে সক্ষম এই আটটি চিতা এখন নতুন পরিবেশে সবকিছু বুঝে নিতে ব্যস্ত। তবে তারা যেমন ব্যস্ত নতুন পরিবেশকে বুঝতে, তেমনি দেশের মানুষ এই সকল চিতার নাম, লিঙ্গ ইত্যাদি জানতে কৌতুহল বাড়ছে।
আফ্রিকার নামাবিয়া থেকে আনা আটটি চিতার মধ্যে তিনটি পুরুষ এবং পাঁচটি মহিলা এমনই জানা গিয়েছে। এদের মধ্যে সাতটি চিতার নাম আগে থেকেই ঠিক করা ছিল। যেগুলির মধ্যে ৬টির হল ওবান, ফ্রেডি, সাবান্ত্রা, সিবলি, সেসা এবং সাশা। এছাড়াও একটির নাম রেখেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি মেয়ে চিতার নাম রেখেছেন আশা।
এর পাশাপাশি এই জাতীয় উদ্যানে এই সকল চিতার গতিবিধির দিকে নজর রাখার জন্য তাদের গলায় লাগানো হয়েছে বিশেষ Collar ID। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে এদের সঙ্গে সংযোগ রাখা হচ্ছে। এসবের মাধ্যমে চিতার গতিবেগ ভিড় উপর নজর রাখা হচ্ছে।
ভারত থেকে ১৯৫২ সালে অবলুপ্ত হয়ে যায় চিতা। তবে দেশে চিতার বংশ ফিরিয়ে আনার জন্য সম্প্রতি আটটি চিতা আনা হলেও আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫০ টি চিতা আনার পরিকল্পনা রয়েছে। সম্প্রতি যে সকল চিতাগুলি ভারতে আনা হয়েছে তাদের মধ্যে সবচেয়ে ছোট যে তার বয়স হল মাত্র ২ বছর। ওই চিতাটি হল একটি মেয়ে চিতা।