Longest Rail Station: বর্তমানে বিভিন্ন যাতায়াতের মাধ্যম উন্নত হলেও বেশিরভাগ মানুষই যাতায়াতের জন্য বেছে নেন রেলপথকে। দেশে প্রতিদিন প্রায় কোটি কোটি যাত্রী যাতায়াত করেন রেল মাধ্যমে। কারণ এই পরিবহন ব্যবস্থায় কম খরচে আরামদায়কভাবে ভ্রমণ করা যায়। তবে রেলপথ মাধ্যমে যাতায়াত করলেও অনেকেই রেল সংক্রান্ত অনেক বিষয়েই জানেন না। তেমনি একটি বিষয় হল বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল স্টেশন প্ল্যাটফর্ম। জানেন এই প্ল্যাটফর্ম কোথায় রয়েছে? না জানা থাকলে অবশ্যই জেনে রাখুন। আগামী দিনে কাজে লাগতে পারে।
ভারতীয় পরিবহন মাধ্যমগুলির মধ্যে রেল পরিবহনকে দেশের লাইফ লাইন বলা হয়। প্রায় প্রতিদিনই এই রেলের উপর বহু মানুষ ভরসা করে থাকেন। কাজের সূত্রে গ্রাম থেকে শহরে বা অন্য জায়গায় যান এই রেল মাধ্যমেই যান। তবে রেল মাধ্যমে যাতায়াত করলেও সবচেয়ে দীর্ঘ রেল স্টেশন (Longest Rail Station) সম্পর্কে অনেকেই অজ্ঞাত। তাই আজকের প্রতিবেদনে জানানো হয়েছে পৃথিবীর সবচেয়ে বড় অর্থাৎ লম্বা রেল স্টেশন কোনটি।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ রেল স্টেশন অবস্থিত ভারতবর্ষে। যা উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের মোট রেল স্টেশন রয়েছে ৭০০০ এরও বেশি। আর সেই রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করে প্রায় ১৩০০০ এর বেশি ট্রেন। যা লাখ লাখ যাত্রীকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়। আর সেই রেল স্টেশনগুলোর মধ্যেই রয়েছে পৃথিবীর সবথেকে বড় রেলস্টেশন। যা অনেকে জেনেও জানেনা। কি সেই রেল স্টেশনের নাম?
আরও পড়ুন: বন্দে ভারতের আনন্দ উপভোগ করুন কাটরা-শ্রীনগর রুটে, কবে থেকে চালু হবে?
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ রেল স্টেশন প্ল্যাটফর্মের নাম হলো শ্রী সিদ্ধারুধা স্বামীজি হুব্বালি (Longest Rail Station)। যা ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। প্রায় ২০ কোটির বেশি অর্থ ব্যয় করা হয়েছে এই রেল স্টেশন নির্মাণে। যা ২০২৩ সালে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৫০৭ মিটার দীর্ঘ এই রেলস্টেশন প্ল্যাটফর্ম। অর্থাৎ প্রায় দেড় কিলোমিটার লম্বা হওয়ায় গিনেস বুক অফ ওয়ার্ল্ড-এ দীর্ঘ রেল স্টেশন প্ল্যাটফর্ম হিসেবে নথিভুক্ত হয়েছে এই স্টেশন। কর্ণাটকের ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, আর্থিক উন্নতি সর্বদিকে গুরুত্বপূর্ণ অবদান রাখে এই স্টেশন।
তাহলে জানা হয়ে গেল বিশ্বের দীর্ঘতম রেল স্টেশন (Longest Rail Station) প্ল্যাটফর্ম কোনটি? চাইল আপনি আপনার কাছের মানুষদের জানাতে পারেন। কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত বা ইন্টারভিউয়ে এই ধরনের প্রশ্ন ধরা হয়। ফলে জানা থাকলে সহজেই উত্তর দেওয়া যায়।