Railway Stations: উত্তরপ্রদেশে বদলানো হলো আটটি স্টেশনের নাম, যোগীরাজ্যে উন্নতি হচ্ছে নাকি রাজনীতি

Prosun Kanti Das

Published on:

Advertisements

Railway Stations: যোগীরাজ্য উত্তরপ্রদেশে শুরু হয়েছে নাম বদলের পালা। উত্তরপ্রদেশের মোট আটটি স্টেশনের নাম রাতারাতি বদলে ফেলা হলো। কেনই বা এমন সিদ্ধান্ত নিলো বিজেপিশাসিত যোগী সরকার? মুসলিম ঘেঁষা এই স্টেশনগুলোর নাম রাতারাতি পরিবর্তন করে ফেলা হয়েছে। বিরোধীরা অবশ্য অভিযোগ করেছেন, যোগী আদিত্যনাথের কট্টর হিন্দুত্ব নীতি এই সিদ্ধান্তের জন্য দায়ী। পরিষেবার বদলে নাম পরিবর্তনের দিকে বেশি জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সপা প্রধান অখিলেশ যাদব অবশ্য রেলের এই নাম বদল নীতির বিরোধিতা করেছেন।

Advertisements

গত মঙ্গলবার উত্তর রেলের লখনউ রেলওয়ে বিভাগ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এই নাম পরিবর্তনের বিষয়ে। উত্তরপ্রদেশের মোট ৮টি রেল স্টেশনের (Railway Stations) নাম সম্পূর্ণ বদলে ফেলা হলো। আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিতভাবে জানতে পারবেন কোন কোন স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে।

Advertisements

কাসিমপুর হল্ট স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে জয়স সিটি, জয়স রেল স্টেশনের নতুন নাম হয়েছে গুরু গোরক্ষনাথ ধাম, মিসরৌলি হয়েছে মা কালিকান ধাম, বাণী স্টেশনের নাম বদলে হয়েছে স্বামী পরমহংস, নিহালগড় বদলে হয়েছে মহারাজা বিজলি পাসি, আকবরগঞ্জের নাম বদলে ফেলা হয়েছে এবং নয়া নাম হয়েছে মা অহর্ব ভবানী ধাম, ওয়ারিশগঞ্জ হল্টের নাম পরিবর্তন করে রাখা হয়েছে অমর শহিদ ভালে সুলতান। ফুরসাতগঞ্জ রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে করা হয়েছে তপেশ্বরনাথ ধাম।

Advertisements

আরো পড়ুন: যাত্রীদের পরিষেবা দিতে অত্যাধুনিক এই প্রযুক্তি প্রয়োগ করতে চলেছে ভারতীয় রেল

বিজেপি জমানায় ইতিহাসের পাতা উল্টালে দেখা যাবে এর আগেও বহুবার নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একাধিকবার রাস্তা, শহর এবং এলাকার নাম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে এলাহাবাদের নাম হয়েছে প্রয়াগরাজ, মোঘলসরাই জংশনের নাম বদলে হলে গিয়েছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এমনকি রাজধানী দিল্লিতেও বহু রাস্তার নাম পরিবর্তন করা হয়েছে। এবার উত্তরপ্রদেশে স্টেশনের নাম বদলের বিরোধিতায় সরব হয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। বিরোধীরা অভিযোগ করেছে যে, বিজেপি সরকারের নাম পরিবর্তনের পরিবর্তে স্টেশনগুলোর (Railway Stations) পরিষেবা আরো উন্নত করা উচিত এবং ট্রেন দুর্ঘটনা যাতে কম হয় সেই বিষয়েও নজর দিতে হবে।

এই ঘটনা শুধুমাত্র উত্তরপ্রদেশে ঘটেছে এমনটা নয়। এনডিএ শাসিত মহারাষ্ট্রেরও একাধিক স্টেশনের (Railway Stations) নাম পরিবর্তন করা হয়েছে। শিবসেনা সাংসদ রাহুল শহওয়ালে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছেন। তার মধ্যে ব্রিটিশ আমলের পুরনো নাম অবশ্যই বদলে ফেলা উচিত। ইতিমধ্যেই যে স্টেশনগুলোর নাম পরিবর্তন হতে পারে সেগুলি হল ক্যারি রোড, স্যান্ডহাস্ট রোড, কটন রোড, ডকইয়ার্ড রোড ও কিংস সার্কেল রোডের নাম বদলে ফেলতে হবে।

Advertisements