Namo Bharat: রেলের দারুন উদ্যোগ, নমো ভারত ট্রেন চলবে নিউ অশোক নগর পর্যন্ত

Prosun Kanti Das

Published on:

Advertisements

Namo Bharat: ভারতীয় রেল বরাবর যাত্রীদের সুবিধার জন্য নানারকম পদক্ষেপ নিয়ে থাকে। যদি নম ভারত ট্রেন দিল্লি পর্যন্ত চলে তাহলে যাত্রীদের অপেক্ষাকৃত অনেকটাই সুবিধা হবে। আশা করা যাচ্ছে যে রেলের উদ্যোগে খুব তাড়াতাড়ি হয়ত নমো ভারত ট্রেন মিরাট থেকে নিউ অশোক নগর পর্যন্ত শুরু হয়ে যাবে। নিউ অশোক নগর পর্যন্ত নমো ভারত ট্রেনের পরিচালনা নয়ডায় কর্মরতদের জন্য খুব সহজ করে দেবে। মাত্র ৩৫ থেকে ৪০ মিনিটে মিরাট থেকে দিল্লি আসতে পারবেন যাত্রীরা। খুব তাড়াতাড়ি নমো ভারত ট্রেন চলবে নিউ অশোক নগর পর্যন্ত।

Advertisements

ইতিমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়ে গেছে দিল্লি-গাজিয়াবাদ-মিরাট আরআরটিএস করিডোরে আনন্দ বিহার এবং নিউ অশোক নগর স্টেশনে। সেই কারণেই এইসব স্টেশনগুলোতে স্থাপন করা হয়েছে অক্সিলিয়ারি সাব স্টেশনগুলিতে (এএসএস) ৩৩ কেভি ক্ষমতার চার্জ। আনন্দ বিহার এবং নিউ অশোক নগর স্টেশনে বিদ্যুৎ সরবরাহের জন্য, গাজিয়াবাদ রিসিভিং সাব স্টেশন থেকে ভায়াডাক্ট এবং টানেলের মাধ্যমে একটি ৩৩ কেভি ক্ষমতার তার আনা হয়েছে।

Advertisements

আরো পড়ুন: সস্তায় পুষ্টিকর যাত্রা করতে চান, চটজলদি কেটে ফেলুন এই কোচের একটি টিকিট

সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভবিষ্যতে, দিল্লি বিভাগে বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং সারাইকালে দায়িত্ব রিসিভিং সাব স্টেশনকে দিতে হবে। যখন সারাই করা হবে তখন খান আরএসএস-কে বিদ্যুৎ সরবরাহ করা হবে দিল্লি ট্রান্সকো লিমিটেড এবং আইপি স্টেটে অবস্থিত গ্যাস টারবাইন পাওয়ার স্টেশন (জিটিপিএস) এর গ্রিড থেকে।

Advertisements

আরো পড়ুন: ঘুষ না দিলে ঢুকতে দেওয়া হয় না ট্রেন, এমন অদ্ভুত নিয়ম চালু এই স্টেশনে

এই ট্রেনটি (Namo Bharat) চলাচলের জন্য খুব শীঘ্রই দিল্লি সেকশনের বড় সারাই হতে চলেছে। এমনকি কাজ চলবে স্টেশনের ASS রুমেও। দিল্লি এবং মিরাটের মধ্যে RRTS করিডোরে কাজ চলছে পাঁচটি রিসিভিং সাব-স্টেশনে (আরএসএস), যার মধ্যে গাজিয়াবাদ, মুরাদনগর এবং শতাব্দী নগর (মিরাট) আরএসএস সম্পন্ন হয়েছে। শীঘ্রই সারাই কালে খান আরএসএস থেকে বিদ্যুৎ সরবরাহও শুরু হবে।

আবার, পঞ্চম আরএসএস নির্মিত হয়েছে মোদিপুরমে (মিরাট)। কাজ অব্যাহত থাকবে নিউ অশোক নগর থেকে সাহিবাদাবাদ পর্যন্ত। এই সেকশনের কার্যক্রম শুরু হওয়ার পর করিডোরের অপারেশনাল সেকশনটি ৫৫ কিলোমিটারে প্রসারিত হবে।রেলের উদ্যোগে এই বিভাগটি আনন্দ বিহার এবং নিউ অশোক নগরের মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলিকে সংযুক্ত করবে। আশা করা হচ্ছে এই ট্রেনটিতে (Namo Bharat) যাত্রীর সংখ্যা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পাবে।

Advertisements