Nandalal Saikiran UPSC: বাবা নেই, মা বাঁধেন বিড়ি! সেই ঘরের ছেলেরই UPSC-র সিভিল সার্ভিসে র‍্যাঙ্ক ২৭

Prosun Kanti Das

Published on:

Advertisements

Nandalal Saikiran, son of Beedi workers, ranked 27th in UPSC: UPSC পরীক্ষায় সাফল্য এর কাহিনী মাঝে মাঝেই অবাক করে আমাদের। আজকের প্রতিবেদনে এমনই একজনের কথা জানতে পারবেন। তিনি ছোটবেলাতেই হারিয়েছেন তার বাবাকে। তার মা পড়াশোনার খরচ চালানোর জন্য বিড়ির কারখানায় কাজ করতেন। আশ্চর্যের বিষয় হলো এমন একটি নিম্নস্তরের পরিবার থেকে উঠে এসে তিনি সফলতা লাভ করেছেন UPSC সিভিল সার্ভিসে। তার নজরকাড়া ব়্যাঙ্কিং অবাক করেছে সকলকে। নন্দলাল সাইকিরাণ এর (Nandalal Saikiran UPSC) সাফল্যের কাহিনি দেশের অন্যতম গর্বের বিষয়। দেশের কঠিন পরীক্ষায় যেসব তরুণ-তরুণীরা বসতে চলেছে তাদের জন্য অবশ্যই প্রেরণার কাহিনী এইটি।

Advertisements

নন্দলাল (Nandalal Saikiran UPSC) প্রথম ২০২২ সালে IAS ও IPS-র চাকরির পরীক্ষায় বসেন। তবে সফলতা লাভ করতে পারেন নি। পাশ মার্কসের ব্যবধান ছিল মাত্র ১৯ নম্বরের। যার জন্য অধরাই থেকে গেছে সিভিল সার্ভিস এর চাকরি। কিন্তু এই ব্যর্থতা তাকে দমিয়ে রাখতে পারেনি। তিনি পুরনো ভুলগুলি থেকে শিক্ষা গ্রহণ করেছেন এবং তার থেকেই শুরু করেছেন প্রস্তুতি। তারপর তিনি সাফল্য লাভ করেন ২০২৩ এর পরীক্ষায়। মেধাতালিকাতেও তার নাম উজ্বল করছে।

Advertisements

সম্প্রতি প্রকাশ পেয়েছে সিভিল সার্ভিসের রেজাল্ট। সেখানে তিনি ২৭ তম স্থান দখল করেছেন। তার সাক্ষাৎকার নেওয়া হয়েছে নবভারত টাইমস এর পক্ষ থেকে। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছেলেটি তার নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি। মোটিভেশনাল স্পিচ এর মত কোন জিনিসের আদৌ প্রয়োজন পড়ে না। নন্দলাল (Nandalal Saikiran UPSC) বলেছে যদি আপনি জীবনের সঠিক রাস্তায় চলেন তাহলে অবশ্যই সাফল্য আসবে। নিজের ত্রুটিগুলোকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে তারপর আপনাকে এগিয়ে যেতে হবে। তিনি এই ভাবেই সফলতা লাভ করেছেন ইউপিএসসি পরীক্ষাতে।

Advertisements

নান্দালা খুব ছোটবেলাতেই হারিয়েছে নিজের বাবাকে। একপ্রকার সংসার চালানোর জন্য বাধ্য হয়ে বিড়ির কারখানায় চাকরি নিতে হয়েছিল তাঁর মা-কে। পড়াশোনার খরচ থেকে শুরু করে খাবার খরচ সবকিছু বেরিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল তাদের। কিন্তু ছোট থেকেই মেধাবী হওয়ায় একাধিক স্কলারশিপ পেয়েছিলেন নন্দলাল (Nandalal Saikiran UPSC)। সেখান থেকে প্রাপ্ত টাকার উপর ভিত্তি করেই উচ্চ শিক্ষার পাঠ নেন তিনি।

আরও পড়ুন ? Chittaranjan Locomotive Works Recruitment: রেল ইঞ্জিন তৈরির কারখানায় চাকরি, মোটা বেতন দেবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস

তার যখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার শেষ হয়ে যায় একটি বহুজাতিক সংস্থায় তিনি চাকরি পেয়েছিলেন। তবে বরাবরই তার স্বপ্ন ছিল আইএস অফিসার হওয়ার। কোম্পানিতে চাকরি করতে করতেই UPSC সিভিল সার্ভিসের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। পরীক্ষার সিলেবাস ভালোভাবে জেনে নিয়ে তারপর শুরু করেন পড়াশোনা।

নন্দলাল জানিয়েছেন, UPSC সিভিল সার্ভিসে উত্তীর্ণ হওয়ার পিছনে কাজ করে বিভিন্ন রকম পন্থা। বিভিন্ন পন্থার মধ্যে যেকোনো একটা আপনাকে বেছে নিতে হবে তবে কঠোর পরিশ্রম অবশ্যই করা প্রয়োজন। অনেকেই প্রাক্তন টপারদের বলে দেওয়া স্ট্র্যাটেজি ফলো করেন। তিনি অবশ্য তা করেননি তিনি পরিকল্পনা অনুযায়ী এগিয়ে গেছেন।

Advertisements