Narayan-Pakuria-Murail: বাংলায় রয়েছে পূর্ব ভারতের সবথেকে বড় নামের রেলস্টেশন, জানেন কোথায় এটি

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Narayan-Pakuria-Murail: ভারতের পরিবহন ব্যবস্থার মধ্যে ভারতীয় রেল হল দেশের মেরুদণ্ড। ভারতীয় রেলওয়েকে এই তকমা পেতে নিজেকে উন্নত এবং আধুনিকভাবে তুলে ধরতে হয়েছে জনসাধারণের কাছে। সারা দেশ জুড়ে শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে এই রেললাইন এবং প্রতিদিন এই রেললাইনের উপর দিয়ে ছুটে চলেছে হাজার হাজার ট্রেন। এই বাংলাতে ভারতের পূর্ব রেলের এমন একটি স্টেশন রয়েছে যার নাম উচ্চারণ করা সত্য কঠিন। এত বড় নাম উচ্চারণ করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে।

Advertisements

সকলের কাছেই এক বিস্ময়কর ঘটনা হলো কিভাবে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই ট্রেনের মাধ্যমে পৌঁছে যায় নিজেদের গন্তব্যস্থলে। লোকাল ট্রেন থেকে শুরু করে এক্সপ্রেস ট্রেন সবকিছুই বর্তমানে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। দরিদ্র কিংবা ধনী যে কোন ব্যক্তি অনায়াসে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারে ভারতীয় রেলের মাধ্যমে। আজকের এই প্রতিবেদনে এমন একটি বিষয় (Narayan-Pakuria-Murail) নিয়ে আলোচনা করা হবে শুনে অবাক না হয়ে পারবেন না।

Advertisements

আরো পড়ুন: নর্থ বেঙ্গলের একাধিক ট্রেনের সময়সূচির পরিবর্তন হচ্ছে, দেখে নিন একনজরে

এতদিন পর্যন্ত বিভিন্ন হাই স্পিড বা প্রিমিয়াম ট্রেন অথবা রেল রুট নিয়ে নানা আলোচনা শুনেছেন। তবে আজ আলোচনা করা হবে সম্পূর্ণ ভিন্ন টপিক নিয়ে। নিজেদের জ্ঞানের ভান্ডারকে পরিপূর্ণ করতে পারবেন এই ধরনের তথ্য জেনে। অজানা তথ্য জানার মজাটাই আলাদা। পূর্ব ভারতের সবথেকে ‘বড়’ নামের রেলওয়ে স্টেশন নিয়ে আলোচনা করা যাক তাহলে। ‘বড়’ নামের রেলস্টেশন (Narayan-Pakuria-Murail) শুনলে সকলেই প্রথমে একটু অবাক হয়ে যায়। এর আগে কোনওদিনই এত বড় রেল স্টেশনের নাম দেখেননি। ভাবতেও অবাক লাগছে এই বাংলাতেই এই ধরনের একটি রেলস্টেশন রয়েছে। বাংলার মানুষের গর্ব বাড়িয়েই চলেছে এই রেলস্টেশন। তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

Advertisements

আরো পড়ুন: এখন আপনার সাথেই ট্রেনেই যাত্রা করতে পারবে আপনার বাইক, ট্রেনে বাইক পাঠানোর নিয়মগুলি কি কি

আজকের আলোচনার মূল বিষয় হলো পূর্ব ভারতের সবথেকে বড় রেলস্টেশন যার নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যাবে আপনার। স্টেশনটির নাম হলো হাওড়া-খড়গপুর ডিভিশনের নারায়ণ পাকুড়িয়া মুড়াইল (Narayan-Pakuria-Murail) রেলস্টেশন। পূর্ব ভারতে এত বড় রেল স্টেশনের নাম কোথাও নেই। বাংলায় মোট ১২টি অক্ষর রয়েছে এই নামের মধ্যে। ইংরেজিতে আছে ২০টি অক্ষর। পূর্ব ভারতের হাওড়া ও খড়গপুর লাইনের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন হলো নারায়ণ পাকুড়িয়া মুড়াইল রেলস্টেশনটি। এর বয়স হবে আনুমানিক ১২৪ বছর। ভারতের প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি রেলস্টেশন বলেই মনে করা হয়।

এই রেলস্টেশনটি পাঁশকুড়ায় অবস্থিত। ভারতের ইতিহাসে স্টেশনটির গুরুত্ব অপরিসীম। এই স্টেশনের কাছেই রয়েছে পাঁশকুড়া জংশন ও ভোগপুর জংশন। হাওড়া থেকে রেল স্টেশনটির দূরত্ব মাত্র ৬৭ কিলোমিটার। এই স্টেশনে রয়েছে মাত্র দুটি প্লাটফর্ম। কৌতূহলবশত ঘুরে আসতেই পারেন এই রেলস্টেশনটি থেকে।

Advertisements