নিজস্ব প্রতিবেদন : মোদি সরকারের তরফ থেকে দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী জাঁকজমকভাবে পালন করা হবে তা আগেই জানানো হয়েছিল। আর তার প্রস্তুতি হিসাবে শনিবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গ্যাজেট বিজ্ঞপ্তি জারি করা হলো। যে বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, নেতাজি জন্মজয়ন্তী কমিটির এই তালিকায় রয়েছেন ৮৫ জন। যাদের মধ্যে অসংখ্য নামই রয়েছে বাংলার বিশিষ্টজনদের।
বাংলা থেকে তালিকায় স্থান পেয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, রাজ্যপাল জগদীপ ধনকর, মিঠুন চক্রবর্তী, সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ দিলীপ ঘোষ, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ অন্যান্যরা।
এই কমিটির চেয়ারম্যান হিসাবে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সদস্যের অন্যতম মুখ হিসেবে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমার ও স্মৃতি ইরানি।
সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী শুধু দেশের মধ্যে আবদ্ধ থাকবে তা নয়। জানা গিয়েছে দেশের স্বাধীনতা আন্দোলনের স্বার্থে আজাদ হিন্দ ফৌজ গঠন এবং তার কাজ পরিচালনার জন্য সুভাষচন্দ্র বসু বিশ্বের যে সকল প্রান্তে গিয়েছিলেন সেই সকল প্রান্তের বিভিন্ন জায়গাতেও বছর ভর নানান অনুষ্ঠান হবে। ভারত ছাড়াও সেই সকল দেশগুলির মধ্যে রয়েছে জাপান, বার্মা এবং রাশিয়ার মতো দেশগুলি। আগামী ২৩ শে জানুয়ারি পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সেই দিনই জন্মজয়ন্তীর উদ্বোধন হবে এবং পরের বছর অর্থাৎ ২০২২ সালের ২৩ শে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী পালন করা হবে বলে জানা গিয়েছে।