কৃষক আন্দোলনের মাঝেই ১৮ হাজার কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে দিলেন মোদি

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : নতুন কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে আন্দোলন জারি রয়েছে। অবিলম্বে এই কৃষি আইন বাতিল করার দাবিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে লক্ষ লক্ষ কৃষক দিল্লি সীমান্তে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন। আন্দোলনে সাড়া না মেলায় তারা ইতিমধ্যে শুরু করেছেন রিলে অনশন। যখন এই কৃষক আন্দোলন জোরদার থেকে আরও জোরদার হতে শুরু করেছে ঠিক তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়দিনের দিন কৃষকদের অ্যাকাউন্টে পাঠালেন ১৮ হাজার কোটি টাকা।

Advertisements

Advertisements

প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আওতায় এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে শুক্রবার দুপুর ১২ টার সময় সরাসরি দেওয়া হলো। এই প্রকল্পের আওতায় যে ৬০০০ টাকা করে কৃষকদের দেওয়া হয়ে থাকে তারই একটি কিস্তি হিসাবে দেশের প্রায় ৯ কোটির বেশি কৃষকের অ্যাকাউন্টে ২০০০ টাকা করে দেওয়া হলো।

Advertisements

এই অর্থ প্রদানের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন দেশের ৬ রাজ্যের বাছাই করা কৃষকদের সাথে আলোচনাও করেন। দেশের একাধিক মন্ত্রী, সাংসদ এবং বিধায়করা এদিন প্রধানমন্ত্রীর সাথে কৃষকদের নিয়ে আলোচনা শোনেন। এই মূল্য প্রদানের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর দাবি করেন, ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত ছিলেন কৃষকরা। কংগ্রেস সরকার এই ন্যায্যমূল্য থেকে বঞ্চিত রেখেছিল কৃষকদের।

তবে বড়দিনের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা পাঠালেও কৃষক আন্দোলনকে তা কতটা প্রশমিত করতে পারবে তা নিয়েই এখন ওয়াকিবহাল মহলের প্রশ্ন। কারণ দিল্লিতে দিন দিন মাথাচাড়া দিচ্ছে কৃষক আন্দোলন। প্রতিদিনই বেড়ে চলেছে আন্দোলনরত কৃষকদের সংখ্যা।

Advertisements