মোদির গায়ের এই ক্রিম কালারের জ্যাকেটটি কী দিয়ে তৈরি? জেনেই চমকে গেল বিশ্ব

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বিশ্ব রাজনীতিতে সবসময়ই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থাকেন। মূলত দিন দিন তার জনপ্রিয়তা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, ভারতকে দিন দিন নতুনভাবে নেতৃত্ব দিয়ে যাওয়া তাকে এমন চর্চায় তুলে এনেছে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন করে চর্চায় এলেন মূলত একটি কারণে। সেই কারণটি হল তার গায়ে থাকা জ্যাকেট (Modi Jacket)।

Advertisements

আর পাঁচটা দেশের শীর্ষ কর্তাদের মতোই রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হয়েছিলেন জাপানে আয়োজিত জি-৭ সামিটে (G-7 Summit)। এই জি-৭ সামিটে বিশ্বের তাবড় তাবড় দেশের শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন এক বার্তা দিয়েছেন যা বিশ্বকে দেখাতে সক্ষম হল কিভাবে বিজ্ঞানের সঠিক প্রয়োগ করে জলবায়ু দূষণ ঠেকানো সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বার্তা দিয়েছেন মূলত তার গায়ে থাকা ক্রিম কালারের জ্যাকেটের মধ্য দিয়েই।

Advertisements

এই কথাটি শুনে অনেকের মধ্যেই কৌতুহল জাগতে পারে, একটি জ্যাকেটের মাধ্যমে কিভাবে বিশ্বের জলবায়ু দূষণ ঠেকানোর বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি খুবই অবাক করা হলেও এমনটাই বাস্তবে করে দেখিয়েছেন মোদি। আসলে বিভিন্ন সময় মোদির গায়ে থাকা জ্যাকেট নিয়ে নানান বিতর্ক দানা বাঁধতে দেখা গিয়েছে। সেই সকল বিতর্ককে ছাড়িয়ে এবার মোদি তার গায়ে থাকা জ্যাকেটের মধ্য দিয়েই বিশ্বকে দূষণ থেকে মুক্ত হওয়ার পথ দেখালেন।

Advertisements

আসলে জাপানে জি-৭ সামিটে রবিবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যে ক্রিম কালারের জ্যাকেটটি পরে যান সেই জ্যাকেটটি সাধারণ সুতো দিয়ে তৈরি নয়। সেটি তৈরি করা হয়েছে প্লাস্টিক দিয়ে। ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনর্নবীকরণের (Plastic bottle recycle) মাধ্যমে তৈরি করা হয়েছে ওই জ্যাকেট। ব্যবহৃত প্লাস্টিকের বোতল পুনর্নবীকরণের মাধ্যমে কিভাবে পরিবেশকে রক্ষা করা যায় বিশ্বকে সেই পথই যেন দেখালেন ভারতের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এমন পদক্ষেপ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে অন্যান্য দেশের শীর্ষকর্তাদের।

জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর গায়ে থাকা ক্রিম কালারের ওই জ্যাকেটের সুতো তৈরি হয়েছে প্লাস্টিক থেকে। ফ্রুটজুস, জলের প্লাস্টিকের বোতল সংগ্রহ করার পর সেগুলিকে গোলানো হয় এবং তার সঙ্গে রং যোগ করা হয়। এইভাবে তৈরি করা হয়েছে জ্যাকেটের সুতো এবং সেই সুতো থেকেই তৈরি হয়েছে এমন জ্যাকেট। তবে সাধারণভাবে দেখলে বোঝা যাবে না এই জ্যাকেটটি কি দিয়ে তৈরি।

তবে ব্যবহৃত প্লাস্টিক বোতলের পুনর্নবীকরণ থেকে তৈরি জ্যাকেট এই প্রথম প্রধানমন্ত্রীর পরে কোথাও হাজির হলেন এমন নয়। এর আগেও ৯ ফেব্রুয়ারি তিনি এই ধরনের জ্যাকেট পরে সংসদে উপস্থিত হয়েছিলেন। ইন্ডিয়ান অয়েল-এর তরফ থেকে তৈরি করা হয়েছিল ওই জ্যাকেটটি। বিশ্বকে জলবায়ু দূষণমুক্ত করার লক্ষ্য নিয়ে ইন্ডিয়ান অয়েল প্রতিবছর ১০০ মিলিয়ন প্লাস্টিক বোতল রিসাইকেল করার উদ্যোগ নিয়েছে।

Advertisements