ভারতের গর্বের দিন, চন্দ্রযান-৩ এর বিক্রমের একেবারে টাটকা ছবি তুলে পাঠাল NASA

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চন্দ্রযান-৩ (Chandrayaan 3) ভারতকে বিশ্বের দরবারে নতুন করে সেরার সেরা আসন দিয়েছে। দীর্ঘ তিন বারের প্রচেষ্টায় ইসরো (ISRO) এমন সফলতা পেল। চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রমের (Lander Vikram) সফলভাবে চাঁদে অবতরণ এবং চাঁদের মাটিতে রোভার প্রজ্ঞানের (Rover Pragyan) সফলভাবে পরীক্ষা-নিরীক্ষা চালানো সবকিছুই যেন ভারতের বড় সফলতা। এই সকল সফলতায় ভারত এখন বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণ করাতে সক্ষম হল। আবার ভারত বিশ্বের প্রথম দেশ যারা এমনটা করে দেখালো চাঁদের দক্ষিণ মেরুতে।

Advertisements

চাঁদের দক্ষিণ মেরুতে ইতিহাস রচনা করার পর ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ এবং ভারতের মহাকাশ বিজ্ঞানীরা এখন গোটা বিশ্বের নজরে চলে এসেছেন। এই মিশনে সফলতা অর্জনের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশ ভারতকে এবং ভারতের মহাকাশ বিজ্ঞানীদের একের পর এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। এসবের মধ্যেই এবার বাড়তি পাওনা হিসাবে নাসা (NASA) তুলে পাঠাল ল্যান্ডার বিক্রমের ছবি।

Advertisements

গত ৫ অক্টোবর নাসা তাদের স্যাটেলাইট থেকে চন্দ্রযান-৩ এর বিক্রমের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। নাসার এইভাবে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ইসরো থেকে শুরু করে প্রতিটি ভারতীয়র কাছে একেবারেই গর্বের একদিন। ছবিটি নাসার তরফ থেকে শেয়ার করার পাশাপাশি তাতে লেখা হয়েছে, এই ছবিটি তোলা হয়েছে নাসার এলআরও স্পেসক্র্যাফট থেকে।

Advertisements

নাসার তরফ থেকে যে সকল তথ্য দেওয়া হয়েছে সে সকল তথ্যের মধ্যে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুতে থাকা বিক্রমের এই ছবিটি তোলা হয় ৬০০ কিলোমিটার দূর থেকে। তবে এই ছবিটি একেবারেই নতুন তা বলা যাবে না। মনে করা হচ্ছে ছবিটি চাঁদে সূর্যের আলো থাকা অবস্থাতেই তোলা হয়েছিল। কেননা এখন চাঁদে সূর্যের আলো নেই অর্থাৎ রাত। নাসা আগে ছবি তুললেও সেই ছবি পরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।

বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে ঘুমন্ত অবস্থায় রয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান। তারা এখন ঘুমন্ত অবস্থায় থাকলেও ভারতের এই মিশন ১০০% সফল হয়েছে। কেননা যে সকল লক্ষ্য নিয়ে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা হয়েছিল তার সব উত্তর মিলেছে সঠিকভাবে। তবে এরপরেও ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা আশা রাখছেন, ২২ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে পুনরায় সূর্যের আলো এলে বিক্রম এবং প্রজ্ঞান পুনরায় জেগে উঠবে, আরও নতুন নতুন তথ্য পাঠাবে।

Advertisements