Nashipur Road Railway Station: ভারতীয় রেলের গর্ব, ব্রিটিশ আমলে বন্ধ হয়ে যাওয়া রেলস্টেশন ফের চালু হওয়া সময়ের অপেক্ষা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Nashipur Road Railway Station is going to be opened again: এদেশের সমস্ত যাতায়াত ব্যবস্থার মধ্যে ভারতীয় রেল হচ্ছে অন্যতম। এর দ্বারা আপনি স্বল্প খরচে এবং অল্প সময়ে যে কোন জায়গা চলে যেতে পারবেন। সব থেকে বড় ব্যাপার হলো সমাজের সব ধরনের শ্রেণীর মানুষ ভারতীয় রেলে যাতায়াত করে থাকে। একবার ভেবে দেখুন সারাদিন জুড়ে কত স্টেশন রয়েছে কিন্তু এমনও কিছু স্টেশন রয়েছে যা বিভিন্ন কারণে আজ বন্ধ হয়ে রয়েছে। কিন্তু ভারতীয় রেল সাধারণ যাত্রীদের জন্য নিয়ে আসতে চলেছে দুর্দান্ত সুখবর। শীঘ্রই চালু হয়ে যেতে পারে বন্ধ হওয়া এমন একটি স্টেশন (Nashipur Road Railway Station)।

Advertisements

ভারতীয় রেলের কাজ যে গতিতে এগোচ্ছে তাতে হয়তো বেশিদিন সময় লাগবে না এই স্টেশনটি চালু হতে। আসুন জেনে নিই কোন স্টেশনের কথা আজকের প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে। নশিপুর রোড রেলস্টেশন (Nashipur Road Railway Station) এর কথা আজকের প্রতিবেদনের আলোচ্য বিষয়। সূত্রের মাধ্যমে জানা গেছে যে, ইতিমধ্যেই স্টেশন চত্বর ঘুরে গেছেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম। তবে জানেন কি এই স্টেশনের সঙ্গে ব্রিটিশ শাসনের ইতিহাস জড়িয়ে রয়েছে।

Advertisements

পুরনো ইতিহাস ঘাটলে জানতে পারবেন এই স্টেশনটি (Nashipur Road Railway Station) প্রথম চালু হয়েছিল ১৯২৯ সালে। ব্রিটিশ আমলে এই স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন নামে পরিচিত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে আজ বহু বছর ধরে বন্ধ হয়ে রয়েছে এই ষ্টেশনটি। মুর্শিদাবাদের এই স্টেশনটির কথা হয়তো অনেকেরই অজানা। স্থানীয় বাসিন্দাদের মুখে এটি হারিয়ে যাওয়া স্টেশন নামেই বেশি পরিচিত।

Advertisements

আরও পড়ুন ? Meaning of IBP Station: কিছু রেলস্টেশনের বোর্ডে নামের পাশে লেখা থাকে IBP! এর অর্থ কী!

আসলে এই প্রাচীন স্টেশনটি মূলত তৈরি হয়েছিল পাকুড় ও ঝাড়খণ্ড থেকে পূর্ববঙ্গে পাথর পরিবহনের জন্য। এর জন্যই চালু করা হয় এই ব্রডগেজ রেল লাইনটি। আগে এই লাইন দিয়ে শুধুমাত্র পণ্যবাহী ট্রেন চলাচল করত। নশিপুর রোড স্টেশন (Nashipur Road Railway Station) দিয়ে সেতু আলাদা হওয়ার কারণে স্টেশনটির নাম দেওয়া হয় ‘নসিপুর সেতু’। কিন্তু দুঃখের বিষয় হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বন্ধ হয়ে যায় সেতুটি।

আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এই স্টেশনটি। এছাড়াও পূর্ববঙ্গে এরপর আর পাথর পরিবহন করার প্রয়োজন পড়েনি। তাই জন্য আস্তে আস্তে হারিয়ে যায় এই স্টেশনটি। রেল সেতুটিও আর মেরামত করার প্রয়োজন পড়েনি। ব্রিটিশ আমলের এই স্টেশনটি এবং স্টেশন ঘর পর্যন্ত ভেঙে ফেলা হয়। কিন্তু পুরনো এই স্টেশন থেকে ফের চালু করার জন্য প্রচুর আবেদন জমা পড়েছিল। পূর্ব রেল কর্তৃপক্ষ সম্প্রতি নশিপুর স্টেশন চালু করার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে। নব্বইয়ের দশকের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্টেশনটি আবার চালু হলে সুবিধা হবে স্থানীয় বাসিন্দাদের।

Advertisements