জাতীয় সড়কে একটিও গর্ত থাকা যাবে না! থাকলেই হাড়ে হলুদ ইঞ্জিনিয়ারদের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র সরকারের তরফ থেকে যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য জাতীয় সড়ক (National Highway) থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রে একের পর এক পরিবর্তন আনছে। তবে এসবের মধ্যেও দেশের বিভিন্ন জায়গায় জাতীয় সড়ক নিয়ে নানান ধরনের অভিযোগ তুলতে দেখা যায় যানবাহন চালক থেকে শুরু করে সাধারণ পথ চলতি মানুষদের। এবার এই নিয়ে নড়েচড়ে বসলো কেন্দ্র।

Advertisements

কেন্দ্র সরকারের জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফ থেকে দেশের জাতীয় সড়কগুলি মাখনের মত করতে হবে এমনই লক্ষ্য নিয়ে নামা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, জাতীয় সড়কের কোথাও খানাখন্দ অর্থাৎ গর্ত থাকলে তার দায় নিতে হবে ইঞ্জিনিয়ারদের। শুধু দায় নিতে হবে এমন নয়, এর পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে এর জন্য কপালে দুঃখ অর্থাৎ হাড়ে হলুদও আছে।

Advertisements

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, বৃষ্টির কারণে রাস্তা খারাপ হয়ে যায়। তবে এক্ষেত্রে তারা ইঞ্জিনিয়ারিং ছাত্রদের কাজে লাগাতে চান। ইঞ্জিনিয়ারিং ছাত্ররা জাতীয় সড়কের নিকাশি ব্যবস্থা যথাযথ রাখার জন্য তাদের জানাতে পারেন। সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতি ১৫ দিন অন্তর অন্তর প্রজেক্ট ডিরেক্টরদের সব রাস্তা ঘুরে দেখতে হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Advertisements

কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, এই সকল ব্যবস্থা গ্রহণ করে দেশের ১.৪৬ লক্ষ কিলোমিটার জাতীয় সড়ক গর্ত মুক্ত রাখা সম্ভব। যখনই কোন রাস্তা মেরামত করার প্রয়োজন হবে তখনই সেই রাস্তা মেরামত করতে হবে। এমনকি মেরামত করার জন্য নতুন করে টেন্ডার ডেকে সময় নষ্ট করার প্রয়োজন নেই। তৎক্ষণাৎ রাস্তায় গর্ত বা খালখন্দ দেখলেই সঙ্গে সঙ্গে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায় সেই কাজ করতে হবে।

পরিসংখ্যান অনুযায়ী ২০২১ সালে রাস্তায় গর্ত থাকার কারণে দুর্ঘটনা ঘটেছে ৩৬২৫টি। মারা গিয়েছেন ১৪৮১ জন এবং আহত হয়েছেন ৩০৬৪ জন। এছাড়াও রাস্তায় গর্ত থাকার ফলে যানবাহনের গতিবেগ অনেক কমে গিয়েছে। এমন সব পরিস্থিতিতে জাতীয় সড়ক গর্ত মুক্ত করার জন্য নড়েচড়ে বসেছে কেন্দ্র এবং এই ধরনের ঘটনায় সমস্ত দায়ভার ইঞ্জিনিয়ারদের ঘাড়ে যাবে বলেও জানানো হয়েছে।

Advertisements