করোনা আবহে ভোটদানের ক্ষেত্রে নিয়মে বদল আনলো নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে বজায় রয়েছে করোনা মহামারী। আর এই মহামারীর কারণে বিশ্বের প্রতিটি দেশই আজ সংকটের মধ্যে। আর এই সংকটের মাঝেই ভারতে আগামী দিনে বেশ কয়েকটি বিধানসভা নির্বাচন রয়েছে। এই সকল নির্বাচনের কথা মাথায় রেখে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটদানের ক্ষেত্রে বেশ কিছু নিয়মের বদল করার কথা জানানো হলো।

বিধানসভা নির্বাচনের কথা মাথায় এলেই আগামী অক্টোবর-নভেম্বর মাসে রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। শুধু বিহারের বিধানসভা নির্বাচন নয়, পাশাপাশি আগামী বছরের মাঝামাঝি সময়ে রয়েছে দেশের আরও পাঁচটি রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল, আসাম ও পদুচেরিতে রয়েছে বিধানসভা নির্বাচন। সুতরাং এতগুলি নির্বাচনের কথা মাথায় রেখেই করোনা আবহে নির্বাচন কমিশনের তরফ থেকে ভোটদানের ক্ষেত্রে নিয়মের বদল আনার কথা বলা হয়েছে।

করোনা আবহে ভোটদানের ক্ষেত্রে নির্বাচন কমিশনের বদল করা নিয়ম

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে পোস্টাল ব্যালটে ৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা ভোট দিতে পারবেন। আগে পোস্টাল ব্যালটের ভোট দেওয়ার ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ছিল ৮০ বছর (ভোটের ডিউটিতে থাকা ব্যক্তিদের ছাড়া)।

এছাড়াও ভোটদান প্রক্রিয়া চলাকালীন করোনা আক্রান্ত ভোটাররা এবং কোয়ারেন্টাইনে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজস্ব মতামত দিতে পারবেন।

আর এই পোস্টাল ব্যালট নিয়ে ভোটকর্মীরা উপরিউক্ত দুই ধরনের ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছানোর পরিকল্পনা রয়েছে। তবে এমনটা এখন পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে কমিশনের অন্দরে।

মূলত করোনা আবহে বয়স্ক মানুষ, অন্তঃসত্বা মহিলা এবং ১০ বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সর্তকতা অবলম্বন করতে বলা হয়েছে। যে কারণে নির্বাচন কমিশনের তরফ থেকে এমন নিয়মে পরিবর্তন করার কথা জানানো হয়েছে।