Deucha Pachami: অবশেষে দেউচা পচামি থেকে কয়লা উত্তোলন করতে চলেছে নবান্ন, ডাকা হল টেন্ডার

Prosun Kanti Das

Published on:

Advertisements

Deucha Pachami: দেউচা পচামি হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা রিজার্ভ বা ব্লক। গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়ে ফেলল নবান্ন। নবান্ন কয়লা উত্তোলনের ক্ষেত্রে নিজের স্বপ্নপূরণ করতে চলেছে অবশেষে। এই কর্মকাণ্ড সম্পাদিত হবে ৩৪০০ একর জমিজুড়ে। এই কর্মকাণ্ড সম্পাদিত করার জন্য খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা, কিন্তু এরফলে অন্তত এক লক্ষ মানুষের কর্মসংস্থান হবার সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি জায়গা জুড়ে আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং। এখানে শ্যাফ্ট ব্যবহার করে মাটির একেবারে নীচ থেকে কয়লা উত্তোলনের কাজ চলবে।

Advertisements

বহু প্রতীক্ষিত এই আন্ডারগ্রাউন্ড কোল মাইনিং (Deucha Pachami) দ্রুত শুরু করার উদ্দেশ্যে গ্লোবাল টেন্ডার, এক্সপ্রেশন অব ইন্টারেস্ট (ইওআই) বা দরপত্র ডেকে দিল রাজ্য সরকার। নবান্ন মারফৎ জানা গেছে যে, ভূতাত্ত্বিক রিপোর্টের উপর ভিত্তি করেই এই গ্লোবাল ইওআই ডাকা হয়েছে। এই গ্লোবাল ইওআই ডাকা হয়েছে ২০ ডিসেম্বর। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগম আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে দরপত্র জমা দেওয়ার মেয়াদ নির্ধারিত করেই এই ইওআই চেয়েছে।

Advertisements

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রশাসনিক বৈঠক থেকে এই স্বপ্নের প্রকল্পের (Deucha Pachami) কাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি বীরভূমে গিয়ে এই প্রকল্পের সার্বিক রূপরেখা নিয়ে আলাপ আলোচনা করেছেন মুখ্যসচিব মনোজ পন্থ, বিদ্যুৎ সচিব শান্তনু বসু, বিদ্যুৎ উন্নয়ন নিগমের চেয়ারম্যান পিবি সেলিম সহ রাজ্যের পদস্থ কর্তাদের সঙ্গে। এই বৈঠকের মাধ্যমে মুখ্যমন্ত্রী জমি ও প্রকল্প সংক্রান্ত একাধিক সিদ্ধান্ত নিয়েছেন।

Advertisements

আরও পড়ুন:Elevated Corridor At SevokeElevated Corridor At Sevoke: উত্তরবঙ্গে হচ্ছে ১৪ কিমি এলিভেটেড করিডর, খরচ হবে ১৪০০ কোটি টাকা

ব্যাসল্ট উত্তোলনের জন্য টেন্ডারের মাধ্যমে সংস্থা বাছাইয়ের কাজ হয়ে গিয়েছে প্রায় ৩৭৬ একর জমিতে। প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এরফলে উন্নয়ন নিগমের কোষাগারে ৭১.৫ শতাংশ রাজস্বও আসবে। ২০০০ একরের বেশি জমিতে আন্ডারগ্রাউন্ড কোল মাইনিংয়ের পাশাপাশি প্রায় এক হাজার একরে আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশনের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গেছে যে, তিনটি ক্ষেত্রের কাজ একই সঙ্গে চালানো হবে। আধিকারিকরা সমস্ত দিক বিচার বিবেচনা করেই পদক্ষেপ নিচ্ছে।

ইওআই’র মাধ্যমে আগ্রহী দরদাতাদের কাছে চাওয়া হয়েছে মাইন ডেভেলপার কাম অপারেটর (এমডিও) নির্বাচনের লক্ষ্যে। দেউচা-পচামি (Deucha Pachami) দেওয়ানগঞ্জ-হরিণসিংহ কয়লা খনি প্রকল্পের জন্য বিস্তারিত নকশা, পরিকল্পনা সর্বাধিক সম্ভাব্য কয়লা সম্পদ খনন বা নিষ্কাশনের পদ্ধতি, প্রযুক্তি, অতীত অভিজ্ঞতা, নিরীক্ষিত হিসাব প্রভৃতি। পাশাপাশি বিস্তারিতভাবে উল্লেখ করা থাকবে প্রস্তাবিত ওপেন কাস্ট মাইনিং, ভূগর্ভস্থ মাইনিং ও হাইওয়াল মাইনিংয়ে খরচ এবং খনি চার্জ কত হতে পারে।

Advertisements