নিজস্ব প্রতিবেদন : নভজ্যোত সিধু, যিনি কেবল একজন রাজনীতিক নন। তিনি একসময় ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। এর পাশাপাশি বিভিন্ন কমেডি শোতে তাকে লক্ষ্য করা গিয়েছে বিচারকের আসনে। যদিও বর্তমানে এই ব্যক্তিটি কেবলমাত্র রাজনৈতিক কারণেই অন্যতম চর্চার কেন্দ্রবিন্দু।
দেশের পাঁচ বিধানসভা নির্বাচনের পাশাপাশি আগামী ফেব্রুয়ারি মাসে রয়েছে পাঞ্জাবের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনে পাঞ্জাবের কংগ্রেস সভাপতি অর্থাৎ নভজ্যোত সিধু প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন অমৃতসর পূর্ব আসন থেকে। ইতিমধ্যেই তিনি জমা দিয়েছেন মনোনয়নপত্র এবং মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি জমা দিয়েছেন সম্পত্তির হিসেব নিকেষ।
নভজ্যোত সিধুর জমা দেওয়া হলফনামা থেকে জানা যাচ্ছে, তার রয়েছে দুটি আধুনিক এসইউভি গাড়ি। পাশাপাশি তার কাছে রয়েছে ৪৪ লক্ষ টাকা দামের বেশকিছু ঘড়ি। তার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি টাকা। এর পাশাপাশি তার কাছে থাকা অস্থাবর সম্পত্তির পরিমাণ হল ৪৪ কোটি ৬৩ লক্ষ টাকা। এই সম্পত্তির মধ্যে রয়েছে তার স্ত্রীর সম্পত্তি। সিধুর স্ত্রী তথা প্রাক্তন বিধায়ক নভজ্যোত কৌর সিধুর মোট সম্পত্তির পরিমাণ হল ৩ কোটি ২৮ লক্ষ টাকা।
সিধু ২০২০-২১ অর্থবর্ষে আয় করেছেন ২২ লক্ষ ৫৮ হাজার টাকা। ২০১৬-১৬ অর্থবর্ষে আয় করেছেন ৯৪ লক্ষ ১৮ হাজার টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে তার কাছে রয়েছে ১ কোটি ১৯ লক্ষ টাকা মূল্যের দুটি টয়োটা ল্যান্ড ক্রুজার। ১১ লক্ষ ৪৩ হাজার টাকা মূল্যের একটি টয়োটা ফরচুনা। তার কাছে থাকা সোনার গয়নার পরিমাণ ৩০ লক্ষ টাকা ও তাঁর স্ত্রীর কাছে ৭০ লক্ষ টাকার সোনায় গয়না রয়েছে।
সিধুর কাছে যে সকল ঘড়ি রয়েছে সেই সকল ঘড়ির মূল্য হল ৪৪ লক্ষ টাকা। এছাড়াও তার পাতিয়ালাতে রয়েছে ৬টি শোরুম। তবে তার কোন কৃষি জমি নাই বলেই তিনি জানিয়েছেন। অন্যদিকে তার বসতবাড়ি যেটি তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তার আয়তন হল ১ হাজার ২০০ বর্গফুট এবং সেই বাড়ির মূল্য ১ কোটি ৪৪ লক্ষ টাকা। তিনি ১৯৮৬ সালে পাঞ্জাবি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন বলে জানিয়েছেন।