মাধ্যমিক পাশেই কেন্দ্র সরকারের চাকরির সুযোগ, রইলো খুঁটিনাটি

SHARMISTHA CHATTERJEE

Published on:

Advertisements

শর্মিষ্ঠা চ্যাটার্জী : টানা দু’বছর যাবৎ করোনা আবহের কারণে চাকরির বাজার মন্দা ফলে ভাটা পড়েছে চাকরির নিয়োগে। এবার কেন্দ্রীয় সরকারের তরফে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে নিয়োগের ক্ষেত্রে নবদয় বিদ্যালয় সমিতিতে মাল্টি টাস্কিং স্টাফ, হেলপার বিভিন্ন পদে নিয়োগ হবে। আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন তবেই আপনি আবেদনের যোগ্য।

Advertisements

এরপর জেনে নেওয়া যাক ঠিক কি কি পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কি কি শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন সম্পর্কে বিস্তারিত। প্রথমেই যে পদটি রয়েছে মাল্টি টাস্কিং করে যেখানে মোট শূন্যপদ রয়েছে ২৩ টি। মাধ্যমিক পাশ হলেই আবেদনের যোগ্য। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এই পদের জন্য বেতন ধার্য করা হয়েছে মাসিক ১৮০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

Advertisements

মেস হেল্পার পদের ক্ষেত্রে শূন্যপদ রয়েছে মোট ৬২৯ টি। এই পদের জন্য ও মাধ্যমিক পাশ হলেই প্রার্থী আবেদনের যোগ্য। ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন নির্ধারিত করা হয়েছে পূর্বের পদের ন্যায় ১৮০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

Advertisements

ল্যাব অ্যাসিসটেন্ট পদে মোট শূন্যপদ রয়েছে ১৪২ টি। তবে এই পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশের সাথে প্রার্থীর ল্যাবরেটরি টেকনিকে ডিপ্লোমা থাকতে হবে কিংবা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বেতন ১৮০০০ থেকে ৫৬,৯০০ টাকা।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসটেন্ট পদে শূন্যপদ রয়েছে ৬২২ টি যেখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চ মাধ্যমিক পাশ সাথে ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ টি শব্দ লেখার ক্ষমতা এবং হিন্দিতে ২৫ টি। ১৮ থেকে ২৭ এর মধ্যে বয়স হতে হবে। বেতন ঠিক করা হয়েছে, ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার পদের ক্ষেত্রে শূন্যপদ ২৭৩ টি এবং প্রার্থীকে মাধ্যমিক পাশের সাথে কাজের ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলেই চলবে। বেতন ঠিক করা হয়েছে, ১৮,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।

স্টাফ নার্স পদে শূন্যপদ রয়েছে মোট ৮২ টি। উচ্চ মাধ্যমিক পাশের সাথে প্রার্থীকে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বা বিএসসি নার্সিং কোর্স থাকতে হবে। পাশাপাশি কোনো ডাক্তার বা ক্লিনিকে দু বছরের কাজের অভিজ্ঞতা এবং বলে রাখা ভালো এই পদের ক্ষেত্রে কেবলমাত্র মহিলারাই আবেদনের যোগ্য। ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন ধার্য করা হয়েছে, ৪৪,৯০০ থেকে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত।

ক্যাটারিং অ্যাসিসটেন্ট পদে মোট ৮৭ টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক পাশের সাথে ক্যাটারিং এ ডিপ্লোমা থাকতে হবে এবং বয়স ৩৫ এর মধ্যে হতে হবে। বেতন নির্ধারিত রয়েছে, ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা।

অ্যাসিসটেন্ট সেকশন অফিসার পদে মোট শূন্যপদ ১০ টি। প্রার্থীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রীর সাথে কম্পিউটার অপারেট করার দক্ষতা থাকতে হবে। সাথে কোনো কেন্দ্রীয় প্রতিষ্ঠানে তিন বছরের কাজের অভিজ্ঞতা। ১৮ থেকে ৩০ বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। বেতন প্রতি মাসে ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।

অডিট অ্যাসিসটেন্ট পদে ১০ টি শূন্যপদ রয়েছে এবং প্রার্থীকে বি কম পাশ করে থাকতে হবে। তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আগে সুযোগ পাবেন। বয়স হতে হবে ১৮ থেকে ৩০ এর মধ্যে। ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।

জুনিয়র ট্রান্সলেশন পদে শূন্যপদ রয়েছে ৪ টি যেখানে প্রার্থীকে ইংরেজি বা হিন্দিতে স্নাতক সাথে বয়স ৩২ এর মধ্যে হতে হবে। বেতন ঠিক করা হয়েছে, ৩৫,৪০০ থেকে ১,১২ ,৪০০ পর্যন্ত।

জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য শূন্যপদ রয়েছে মোট ১ টি যেখানে শিক্ষাগত যোগ্যতা হতে হবে, সিভিল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমার সাথে তিন বছরের কাজের অভিজ্ঞতা। ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে। বেতন নির্ধারিত রয়েছে ২৯,২০০ থেকে ৯২,৩০০ পর্যন্ত।

স্টেনোগ্রাফার পদে মোট শূন্যপদ রয়েছে ২২ টি যেখানে প্রার্থীকে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং শর্টহ্যান্ড এ প্রতি মিনিটে ৮০ টি শব্দ এবং টাইপিং এ ৪০ টি শব্দ টাইপ করার দক্ষতা। ১৮ থেকে ২৭ এর মধ্যে বয়স হতে হবে। ২৫,৫০০ থেকে ৮১,১০০ পর্যন্ত বেতন ধার্য করা হয়েছে।

কম্পিউটার অপারেটর পদে মোট শূন্যপদ রয়েছে ৪ টি যার জন্য প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখায় স্নাতক হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রির কাজ জানার সাথে এক বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতেই হবে। বয়স ১৮ থেকে ৩০ এর মধ্যে হতে হবে, বেতন ২৫,৫০০ থেকে ৮১,১০০ হবে।

প্রার্থী বৈধ ইমেল এবং মোবাইল নম্বরের মাধ্যমে ভারতীয় নাগরিকরা কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। www.navodoya.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা হবে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

স্টাফ নার্স পদের জন্য ১২০০ টাকা আবেদন ফি, ল্যাব অ্যাটেনডেন্ট, মেস হেল্পার, মাল্টি টাস্কিং স্টাফ পদের জন্য ৭৫০ টাকা, বাকি পদের জন্য ১০০০ টাকা ফি ধার্য করা হয়েছে। পরীক্ষাকেন্দ্র হিসেবে কলকাতা, শিলিগুড়ি, হাওড়া এই স্থানগুলি নির্দিষ্ট করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি ২০২২ আবেদনের শেষ দিন।

Advertisements