NBSTC New Buses: আরো সহজে যাওয়া যাবে কলকাতা থেকে ডুয়ার্স, নতুন বাস নামাচ্ছে NBSTC

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ছাড়াও বিভিন্ন পর্যটন কেন্দ্র রয়েছে যেগুলিতে বছরের বিভিন্ন সময় পর্যটকরা ভিড় জমান। যে সকল পর্যটন কেন্দ্র উত্তরবঙ্গে জনপ্রিয় তার মধ্যে অন্যতম আবার ডুয়ার্স। বর্ষার সময় ডুয়ার্সে প্রচুর পর্যটকদের ভিড় জমাতে দেখা যায়।

Advertisements

উত্তরবঙ্গের দার্জিলিং হোক অথবা ডুয়ার্স, যেখানেই পর্যটকরা যান না কেন তাদের অধিকাংশদের মূলত ট্রেনের উপর ভরসা করতে দেখা যায়। প্রচুর মানুষের ট্রেনের উপর ভরসার কারণে ট্রেনের টিকিটে বহু সময় ক্রাইসিস লক্ষ্য করা যায়। বহু পর্যটক রয়েছেন যারা টিকিট না পেয়ে তাদের সফর বাতিল করে দেন। এমন পরিস্থিতিতে এবার কলকাতা থেকে ডুয়ার্স রকেট বাসের সূচনা করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। এছাড়াও তারা ৩৮টি নতুন বাস (NBSTC New Buses) নামাতে চলেছে।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা গিয়েছে, আগামী দিন কয়েকের মধ্যেই এই সকল নতুন বাস রাস্তায় নামানো হবে। এই সকল নতুন বাস রাস্তায় নামানোর পাশাপাশি ডুয়ার্স ভ্রমণের সুবিধার জন্য আগামী সপ্তাহে আলিপুরদুয়ার থেকে কলকাতা এবং কলকাতা থেকে আলিপুরদুয়ার বাস পরিষেবা চালু হতে চলেছে। ৩৮ টি নতুন বাসের মধ্যে আলিপুরদুয়ার ডিপোয় তিনটি বাস দেওয়া হবে। এর পাশাপাশি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমকে সাজিয়ে তোলার জন্য আরো একগুচ্ছ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? Bankura Youth Hostel: ১০০০-২০০০ খরচের দিন শেষ! এবার বাঁকুড়ায় হোটেল মিলছে ২২৫ টাকায়, দিচ্ছে সরকার

সংস্থার তরফ থেকে যা জানানো হয়েছে তাতে ডিজেলের পরিবর্তে সিএনজি চালিত ৩০ টি বাস সংস্থার তরফ থেকে আনা হচ্ছে। এর ফলে উত্তরবঙ্গে পরিবেশ দূষণের ঝুঁকি অনেকটাই কমে যাবে। ইতিমধ্যেই দুটি সিএনজি বাস তাদের তরফ থেকে চালাচ্ছে বিভিন্ন রুটে। পাশাপাশি সংস্থার তরফ থেকে ১২টি রকেট বাস নামানো হবে বিভিন্ন দূরপাল্লার রুটের জন্য। যার মধ্যে আবার পাঁচটি রকেট বাস ইতিমধ্যেই শিলিগুড়ি সেন্ট্রাল বাস টার্মিনাসে পৌঁছে গিয়েছে।

সংস্থার তরফ থেকে নতুন যে সিএনজি বাসগুলি রাস্তায় নামানো হচ্ছে সেগুলি BS6 মডেলের হওয়ার পাশাপাশি তাতে অত্যাধুনিক বিভিন্ন রকম সুবিধা রয়েছে। এই বাসগুলিতে রয়েছে সেন্সর, প্যানিক বটন, ফায়ার অ্যালার্ম, সিসিটিভি ইত্যাদি। অন্যদিকে যে সকল রকেট বাসগুলি নামানো হয়েছে অথবা হচ্ছে সেগুলিতেও রয়েছে রাজকীয় সব ব্যবস্থা। রয়েছে মোবাইল চার্জিং পয়েন্ট থেকে শুরু করে পুশব্যাক সিট, স্টাডি লাইট, উইনডো সেট ইত্যাদি। মোটের উপর বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম বাস পরিষেবারকে সাধারণ মানুষদের জন্য ব্যাপকভাবে তুলে ধরা হচ্ছে।

Advertisements