NBSTC Ladies Special Bus: কলকাতার বাইরে রাজ্যে প্রথম লেডিস স্পেশাল বাস, তিন রুটে চালু করছে NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ দিন কয়েক আগেই অফিস টাইমে হাওড়া থেকে লেডিস স্পেশাল বাস চালু করেছে রাজ্য সরকার। তবে কলকাতাকে কানেক্ট করার বাইরে কোথাও এই ধরনের লেডিস স্পেশাল বাস চালু নেয়। এতদিন পর্যন্ত এমন বাস চালু না থাকলেও এবার কলকাতার বাইরে রাজ্যে প্রথম লেডিস স্পেশাল বাস চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC Ladies Special Bus)। যে বাসগুলি চালানো হবে তিনটি রুটে।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে অফিস টাইমে পরীক্ষামূলকভাবে লেডিস স্পেশাল তিনটি বাস তিনটি রুটে চালু করা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার এমনই তিনটি বাস চালু করার পরিকল্পনার কথা জানালেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। রাজ্যের মধ্যে প্রথম এমন বাস পরিষেবা চালু হতে চলেছে উত্তরবঙ্গে।

Advertisements

বৃহস্পতিবার শিলিগুড়িতে ছিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের বোর্ড মিটিং। যে বোর্ড মিটিং শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং সাংবাদিক বৈঠক করার সময় তিনি এমন সুখবর দেন। দুর্গাপুজোর আগেই এমন বাস চালু করা হবে বলে জানানো হয়েছে। পুজোর আগে লেডিস স্পেশাল বাস চালু করার খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া মহিলাদের মধ্যে।

Advertisements

আরও পড়ুন : Vande Bharat Express: কপাল খুলতে চলেছে দুর্গাপুর-আসানসোলের, আসছে নতুন একটি বন্দে ভারত

যেসকল লেডিস স্পেশাল বাস চালানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই সকল বাসগুলি অফিস টাইমে চালানো হবে। যে তিনটি রুটে এমন বাস চালানো হবে সেই তিনটি রুট হলো কোচবিহার থেকে আলিপুরদুয়ার, কোচবিহার থেকে দিনহাটা এবং শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি। পাইলট প্রজেক্ট হিসাবে এই তিনটি রুটে বাস পরিষেবা চালু করার পর আগামী দিনে আরও বিভিন্ন রুটে এমন বাস পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়েছে।

এই সকল বাসগুলি চালু করা হবে মূলত মহিলাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে। এছাড়াও এই সকল বাসগুলিতে নিরাপত্তার জন্য সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন ব্যবস্থা রাখা হবে বলে জানা যাচ্ছে। যদিও অফিস টাইমের কথা বলা হলেও কোন টাইমটেবিল অনুসরণ করে বাসগুলি চালানো হবে তা এখনো পর্যন্ত জানানো হয়নি।

Advertisements