NBSTC is going to buy CNG Buses to make the service better and more comfortable: ডিজেলচালিত বাসের খরচ স্বাভাবিকভাবেই অনেকটা বেশি হয় এবং এরফলে পরিবেশও দূষিত হয়। দূষণ এবং খরচ কমানোর জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম নিল একটি নয়া উদ্যোগ। এবার থেকে উত্তরবঙ্গের রাস্তাতেও দেখা যাবে ‘সিএনজি’ অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাস – এর বাস (CNG Buses)। আশা করা যাচ্ছে ভোটের পরেই উত্তরবঙ্গবাসীরা এই সুবিধা লাভ করতে পারবে। এর মধ্যে দুটি সিএনজি বাস চালু হয়েছে উত্তরবঙ্গে। সূত্র মারফত জানা যাচ্ছে যে আরও ২৮ টি গাড়ি কেনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
যদি একবার উত্তরবঙ্গে সিএনজি বাস (CNG Buses) চালু হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে কমে যাবে পরিবেশের দূষণ। বাস চালাতে যে খরচ হয় বাস মালিকদের সিএনজি বাসে তার খরচ অনেকটাই কমে যাবে। কিন্তু এ ক্ষেত্রেও সমস্যা রয়েছে কিছু। যেমন – ‘সিএনজি’ পাম্প উত্তরবঙ্গে একেবারেই কম সেটা সত্যি চিন্তার বিষয়। উত্তরবঙ্গ পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় অবশ্য এ বিষয়ে বলেছেন যে, এই মুহূর্তে বেসরকারি গ্যাস স্টেশন থেকে গ্যাস ভরার ব্যবস্থা করলেও পরবর্তীকালে সরকারি ‘ফিলিং স্টেশন’-গড়ে তোলার ব্যবস্থা নেবে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম। সেই সাতটি স্টেশন গড়ে উঠলে সমস্যা তেমন আর থাকবে না।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম জানিয়েছে যে, একটি ডিজ়েলচালিত বাস চালালে খরচ হবে কিলোমিটার প্ৰতি ২২ টাকা ৩৫ পয়সা। কিন্তু ‘সিএনজি’ বাস (CNG Buses) চালালে খরচ পড়বে ১৬ টাকা ৩৫ পয়সা। এতে সাশ্রয় হবে প্রায় ৬ টাকা। আবার ডিজ়েলচালিত গাড়ির দামের তুলনায় ‘সিএনজি’ বাসের দাম অনেক বেশি। যেখানে একটি ডিজ়েলচালিত বাসের দাম ৪২ লক্ষ টাকা, আর সিএনজিচালিত একটি বাসের দাম হলো ৪৪ লক্ষ টাকা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম জানিয়েছে ‘সিএনজি’ বাসে তুলনামূলকভাবে অনেক বেশি লাভ হবে।
তবে ভবিষ্যতে আরও বেশি সংখ্যায় ‘সিএনজি’ ও বিদ্যুৎচালিত বাস আনবে উত্তরবঙ্গে রাষ্ট্রীয় পরিবহণ নিগম, এমনটাই ইচ্ছা প্রকাশ করেছে তারা। প্রথম সিএনজি-চালিত বাস (CNG Buses) চলাচল শুরু হবে কোচবিহার-শিলিগুড়ি রুটে। পুন্ডিবাড়ির দীঘাপুলে একটি সিএনজি পাম্প স্টেশন তৈরি করা হবে। একটি সিএনজি বাসে থাকবে পাঁচটি সিলিন্ডার যাতে গ্যাস পুরো ভর্তি থাকলে বাসটি ৪৫০ কিলোমিটার যেতে পারবে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এর অন্যতম সাফল্য হলো সিএনজি বাস (CNG Buses)। জনগণের ক্ষেত্রেও এটি যথেষ্ট সুবিধার বিষয়। পাশাপাশি পরিবেশ দূষণ রোধে এ ধরনের বাস খুবই কার্যকরী। বর্তমানে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের ৭৪২টি বাস রয়েছে। বাসগুলো ডিজেলচালিত এবং খুবই পুরনো। দূষণ বৃদ্ধি হওয়ার কারণে এগুলো পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, শীঘ্রই পাঁচটি শীতাতপনিয়ন্ত্রিত বাস রাস্তায় নামবে। এই বাসগুলো চলাচল করবে কোচবিহার-কলকাতা ও শিলিগুড়ি-কলকাতা রুটে।