NBSTC Pujo Package: ৩৫০ টাকায় বাস ভাড়া, দু’বেলা খাওয়া, NBSTC পুজোর জন্য আনল দুর্দান্ত প্যাকেজ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পুজোর ছুটিকে কাজে লাগিয়ে অনেকেই বিভিন্ন জায়গা ঘুরতে চলে যান। ঘুরতে যাওয়ার এই সকল জায়গার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের মতো জায়গা। উত্তরবঙ্গ যেকোনো বাঙ্গালীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ঘুরতে যাওয়ার জায়গা হওয়ার পাশাপাশি সমানভাবে জনপ্রিয় দেশের মানুষদের কাছেও। তবে ঘুরতে গিয়ে পুজো মিস এটা তো হতে পারে না।

Advertisements

ঘুরতে গিয়ে যাতে পুজো মিস না যায় তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) একটি প্যাকেজ (NBSTC Pujo Package) এনেছে। যে প্যাকেজের জন্য পর্যটকদের খরচ হবে যাত্রী কিছু মাত্র ৩৫০ টাকা। এই ৩৫০ টাকার মধ্যেই রয়েছে গাড়ি ভাড়া থেকে শুরু করে দুবেলা খাওয়া দাওয়া। মাত্র দুদিনের জন্য এমন প্যাকেজ ঘোষণা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম।

Advertisements

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পিপলাই জানিয়েছেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম গত বছরও এমন প্যাকেজ নিয়ে এসেছিল পর্যটকদের জন্য। তবে গত বছর এই প্যাকেজ আনা হয়েছিল কেবলমাত্র একদিনের জন্য। কিন্তু এই বছর পর্যটক বা দর্শনার্থীদের অনুরোধে প্যাকেজটিকে একদিনের জায়গায় দুদিন করা হয়েছে। কেননা এই প্যাকেজের চাহিদা রয়েছে ব্যাপক।

Advertisements

আরও পড়ুন : Trains Cancelled: রাজ্য থেকে চলবে না একাধিক দূরপাল্লার ট্রেন, বাতিল থাকবে এক মাসের বেশি

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম মাত্র ৩৫০ টাকায় যে প্যাকেজ ঘোষণা করেছে সেই প্যাকেজের মাধ্যমে শিলিগুড়ির যে সকল বড় বড় পুজো রয়েছে সেগুলি ঘুরিয়ে দেখানো হবে। শহরের বিগ বাজেটের পুজোগুলিকে ঘুরিয়ে দেখানোর জন্য বেছে নেওয়া হয়েছে চতুর্থী ও পঞ্চমীর দিনকে। এই প্যাকেজের মধ্যে গাড়ি ভাড়া, দুবেলা খাওয়া-দাওয়া ছাড়াও রয়েছে চা কফির বন্দোবস্ত। এই প্যাকেজের আওতায় অন্ততপক্ষে ৯ থেকে ১০টি বিগ বাজেটের পুজো ঘুরিয়ে দেখানো হবে।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে যে প্যাকেজ আনা হয়েছে সেই প্যাকেজের আওতায় ৩০ সিটের বাস করা হয়েছে। যে বাসে একজন চালক ও একজন সহযোগী ছাড়া আর কেউ থাকবেন না। মূলত যিনি সহযোগী রয়েছেন তিনি সব বন্দোবস্ত করবেন। তবে এই প্যাকেজ নিতে হলে অনলাইনে প্যাকেজ বুকিংয়ের কোন ব্যবস্থা নেই। প্যাকেজ বুকিং করতে হলে তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে প্যাকেজ বুকিং করতে হবে।

Advertisements