Loan Mitra: ব্যবসা থেকে গাড়ি, বাড়ি, চিন্তা দূর করতে পাশে থেকে টাকা জোগাবে লোন মিত্র

Need a loan to invest in business; Know the details of various bank loans: বর্তমান বাজারে নতুন ব্যবসা শুরু করার জন্য প্রয়োজন হয় বিনিয়োগের এবং সেই বিনিয়োগের জন্যই মানুষকে লোন নিতে হয়। যেসব বিনিয়োগকারীরা নতুন তারা যে শুধুমাত্র লোন নিয়ে ক‌্যাপিটাল মার্কেটে নিজের লগ্নি বাড়াতে চান তাই নয়, যাতে অ‌্যালোকেশন করতে পারেন সে বিষয়ে নিশ্চিত হতে চান। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে তিন ধরনের লোনের (Loan Mitra) বিষয় নিয়ে। যে তিনটি লোন নিয়ে আলোচনা করা হবে তার দ্বারা অনায়াসেই বাজারে বিনিয়োগ করা যায়।

প্রথমে আলোচনা করা হবে বাজাজ ফিন্যান্স হাইব্রিড ফ্লেক্সি লোন সম্পর্কে। ক্লায়েন্টদের বিভিন্ন ফিনান্সিয়াল প্রোডাক্ট এবং পরিষেবা ডিজিটাল প্ল‌্যাটফর্মের মাধ‌্যমেই দেওয়া হয়ে থাকে। কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হচ্ছে যে, নিজের প্রয়োজনীয় তথ্যের বিনিময়ে তাৎক্ষণিক লোন দেওয়া হয়। গ্রাহকরা ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন (Loan Mitra) পেতে পারেন এবং সুদের হার ১২.৯৯% থেকে (বার্ষিক হার) শুরু। এর সাথে যুক্ত থাকবে প্রসেসিং ফি (GST থাকবে)। লোনের একটি বড় অংশ হলো এই যুগের ফিনটেক কোম্পানি, এখানে আধুনিক টেকনোলজির প্রয়োগ খুব সহজেই করা হয়ে থাকে। বাজাজের মতে, ভারতীয় নাগরিক যাদের বয়স ২৫-৫৮ বছরের মধ্যে লোনের জন্য আবেদন করতে পারবে। সংস্থার তরফ থেকে আরও জানানো হয়েছে যে, রিপেমেন্ট পিরিয়ড যথেষ্টই ফ্লেক্সিবল যেমন ১২ মাসে থেকে শুরু করে ৬০ মাস হওয়াও সম্ভব। গ্রাহকের জন‌্য EMI হবে ২,৩২৬ টাকা।

বহু মানুষ এমন আছেন যারা মিউচুয়াল ফান্ড ইউনিট ব‌্যবহার করে লোন (Loan Mitra) নেওয়ার কথা চিন্তা করছেন, তাঁদের জন‌্য ভোল্টের পরিষেবার কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মাধ্যমে খুব সহজেই অল্প সময়ে আপনি লোন পেতে পারবেন কারণ ‘ক্রেডিট লাইন’ খোলা যাবে। কর্তৃপক্ষর তরফ থেকে জানানো হয়েছে যে, যদি গ্রাহকের মিউচুয়াল ফান্ডের ভ‌্যালু হিসাব করা যায় তাহলে সহজেই বলা যাবে গ্রাহক লোন পাবে কিনা। এখানে সুদের হারের সূচনা হচ্ছে ৯.৯৫% থেকে শুরু। এক্ষেত্রেও একগুচ্ছ ব‌্যাংক এবং ফিনান্স কোম্পানি পার্টনার হিসাবে আছে। রিপেমেন্টর পদ্ধতিও খুব সহজ এবং মাসে শুধু ইন্টারেস্ট রেট অনুযায়ী পেমেন্ট করলেই চলবে।

ভোল্টের ক্ষেত্রে গ্রাহকরা তাঁর নিজের ইউনিটগুলি ‘কোল‌্যাটেরাল’ হিসাবে গণ‌্য করতে পারেন। এই ধরনের লোনের (Loan Mitra) ক্ষেত্রে প্রথমে লিয়েন চিহ্নিত করা হবে এবং তারপরই দ্রুত লোনের ব‌্যবস্থা করে দেবে সংস্থা। গ্রাহকে কোনভাবেই নিজের অধিকার থেকে বঞ্চিত করা হবে না। সোজা ভাষায় বলা যায় যে, ফান্ডের ইউনিট ব‌্যবহার করে ‘ওভারড্রাফ্ট’ পাবেন গ্রাহক। সুদ দিতে হবে শুধু ব‌্যবহৃত টাকার (Utilised amount) উপর। গ্রাহকের পোর্টফোলিওর ভ‌্যালু পঞ্চাশ হাজার টাকার বেশি হওয়া দরকার। জয়েন্ট হোল্ডিংয়ের ক্ষেত্রেও বিশেষ পরিষেবা পাওয়া যাবে এবং এক কোটি টাকা পর্যন্ত ক্রেডিট লাইন হতে পারে। বাড়তি সুবিধা গুলি হল মাসের যে কোন দিন গ্রাহক মাসিক সুদ দেওয়ার জন্য বেছে নিতে পারেন। যদি কোনরকম পেন্ডিং লোন না থাকে তাহলে অবশ্যই গ্রাহকরা লিয়েন রিমুভাল চাইতে পারবেন।

এমন অনেক ব্যক্তি আছেন যারা নিজেদের সম্পত্তির বিনিময় লোন নিতে চান; তারা LAP অর্থাৎ Loan Against Property-র বিষয় চিন্তা করতে পারেন। আইডিএফসি ফার্স্ট ব‌্যাংকের মতে প্রপার্টি ভ্যালুর ৮০% পর্যন্ত লোন পাওয়া সম্ভব। এতে গ্রাহকরা দীর্ঘমেয়াদি লোন পাবেন অনায়াসেই। তবে অবশ্যই কয়েকটি শর্ত পালন করতে হবে। সেগুলি হল- রেসিডেনশিয়াল, কমার্শিয়াল, ইন্ডাস্ট্রিয়াল -সবকিছু এক্ষেত্রে ব্যবহৃত হবে। তবে উল্লেখযোগ্য বিষয়গুলি হলো, দশ কোটি টাকা পর্যন্ত লোন পাওয়া যাবে, স‌্যালারিড ব‌্যক্তি বা সেল্ফ-এমপ্লয়েড উভয় এই লোনের জন্য যোগ্য হবেন। রেন্টাল ইনকাম এক্ষেত্রে সুবিধাজনক বলে গণ‌্য। অন্য কোন সংস্থার কাছ থেকে যদি লোন নেওয়া হয়ে থাকে তাহলে লোন ট্রান্সফারের ব্যবস্থাও এখানে পাবেন। যারা ল্যাপের মাধ্যমে লোন নিতে চাইছেন তারা অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখবেন। লোনের টেন্যুর অনেক সময় দীর্ঘমেয়াদের জন‌্য হয়। সেই জন‌্য আকর্ষণীয় হারে লোন নিলে তাঁর সুবিধা। গ্রাহকের রিস্ক নেওয়ার ক্ষমতাও এখানে যাচাই করে নিতে হবে প্রথমেই। ইএমআই দেওয়ার জন্য অবশ্যই প্রয়োজন সেভিংস করা। প্রত্যেকটি লোন সংস্থা নিজস্ব কিছু নিয়ম আছে। যেমন মিনিমাম পিরিয়ড কত হবে, ম‌্যাক্সিমাম টেন্যুর কত হতে পারে, ব‌্যালেন্স ট্রান্সফার করতে গেলে কি করণীয় ইত‌্যাদি সবই জেনে নেওয়া দরকার। এই ব্যাংকের ক্ষেত্রে অবশ্যই বিমার ভূমিকা থাকাও বাঞ্ছনীয়। প্রপার্টি ইনসিওরেন্সের খুঁটিনাটি আপনাকে প্রথমে জেনে নিতে হবে।