নিজস্ব প্রতিবেদন : ভোট এলেই প্রতিটি রাজনৈতিক দল নিজেদের প্রচার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে বিপুল পরিমাণ অর্থ খরচ করতে শুরু করে। সেই সকল রাজনৈতিক দলের অর্থ খরচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায় কোটি কোটি টাকার মালিক এই সকল রাজনৈতিক দল। এবার সেই সকল রাজনৈতিক দলের কত টাকার সম্পত্তি রয়েছে তারই একটি পরিসংখ্যান সামনে এসেছে।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস বা এডিআরের তরফ থেকে ভারতের জনপ্রিয় রাজনৈতিক দলগুলির সম্পত্তির পরিমাণ তথ্য আকারে প্রকাশ করা হয়েছে। সেই রিপোর্ট থেকে জানা যায় দেশের শাসক দল বিজেপি, বিরোধী দল কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি কত কোটি টাকার মালিক।
রিপোর্টে যে তথ্য উঠে এসেছে তাতে সবচেয়ে বেশি সম্পত্তির মালিক হলো বিজেপি। দীর্ঘ ৮ বছরের কাছাকাছি বিজেপি ভারতের শাসক দল হিসাবে রয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে বিজেপির সম্পত্তির পরিমাণ ছিল ৪ হাজার ৮৪৭.৭৮০ কোটি টাকা।
অন্যদিকে এই তালিকায় উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে রয়েছে বহুজন সমাজবাদী পার্টি। তাদের সম্পত্তির পরিমাণ হল ৬৯৮.৩৩০ কোটি টাকা।
অন্যদিকে প্রকৃত অর্থে সর্বভারতীয় দল হিসাবে দাবী করা কংগ্রেসের ভাঁড়ে মা ভবানী। সম্পত্তির নিরিখে তারা রয়েছে তৃতীয় স্থানে। ২০১৯-২০ অর্থবর্ষে কংগ্রেসের সম্পত্তির পরিমাণ ছিল ৫৮৮.১৬০ কোটি টাকা।
অন্যদিকে আরেক সর্বভারতীয় দল সিপিএমের সম্পত্তির পরিমাণ উল্লেখযোগ্য। তাদের সম্পত্তির পরিমাণ হল ৫৯৬.৫১৯ কোটি টাকা।
আবার পশ্চিমবঙ্গের শাসকদল অর্থাৎ তৃণমূল সম্প্রতি বিভিন্ন রাজ্যের নিজেদের সংগঠন বৃদ্ধি করতে শুরু করেছে। তৃণমূলের সম্পত্তির মোট পরিমাণ জানা যাচ্ছে ২৪৭.৭৮০ কোটি টাকা।