Netflix has brought new surprises for viewers, the best way to watch new content: OTT প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) এর নাম শোনেনি এমন মানুষ পৃথিবীতে কমই আছে। নেটফ্লিক্স এর বিভিন্ন অনুষ্ঠান দর্শকদের মন ছুঁয়েছে বারবার। দর্শকদের আকৃষ্ট করার কৌশল সংস্থা ভালই জানে। তার জন্য প্রচুর নতুন কনটেন্ট রিলিজ হচ্ছে এই প্ল্যাটফর্মে। এত নিত্যনতুন বৈচিত্র থাকার ফলে প্রত্যেকটি অনুষ্ঠান দর্শকদের পক্ষে দেখা সম্ভব হচ্ছে না, এমনকি খুঁজে পেতে হচ্ছে প্রচুর অসুবিধা।
দর্শকদের আর কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না। যাতে সমস্ত নতুন নতুন কনটেন্ট ও মুভিজ দর্শকরা তাড়াতাড়ি খুঁজে পেতে পারে তার জন্য একটি বড় পদক্ষেপ নিল নেটফ্লিক্স (Netflix)। দর্শকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে, সংস্থাটি একটি নতুন ফিল্টার এনেছে। আপনারা এটি পেয়ে যাবেন “মাই লিস্ট” ফিচারে। এই নতুন ফিচারটির দ্বারা আপনারা খুব সহজেই নতুন মুভিজ ও কনটেন্ট খুঁজে পেতে পারবেন।
সম্প্রতি নেটফ্লিক্স (Netflix) এ আছে দুটি চমৎকার ফিল্টার। এদের নাম হলো ‘হ্যাভেন্ট স্টার্টেড’ ফিল্টার এবং ‘স্টার্টেড’ ফিল্টার। এর মধ্যে ‘হ্যাভেন্ট স্টার্টেড’ ফিল্টারের দ্বারা ব্যবহারকারী তাদের দেখা কন্টেন্টগুলি সরাতে পারবেন। আর ঠিক একই সময় ‘স্টার্টেড’ ফিল্টারের মাধ্যমে একজন নেটফ্লিক্স ব্যবহারকারী তার নতুন দেখা অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। এছাড়া আছে আরো একটি বিশেষ সুবিধা, সেটি হল নেটফ্লিক্স ব্যবহারকারীরা তাদের ফিল্টারলিস নিজেদের মতো ঠিক করতে পারবেন।
এই OTT প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা নিজেদের পছন্দের অনুষ্ঠান বর্ণের ক্রম অনুসারে খুব সহজেই রাখতে পারেন। অন্যদিকে, রিলিজ ডেট এবং কখন আপনি তালিকায় যোগ করেছেন সেই অনুসারেও রাখা যেতে পারে। তবে একটি বিশেষ ঘোষণা হলো, নেটফ্লিক্স (Netflix) তার এই নতুন ফিচারটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য এনেছে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সোমবার থেকে এই নতুন ফিচার ব্যবহার করতে পারছেন। তবে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই আইফোন ব্যবহারকারীরাও টি সুবিধা পাবেন। নেটফ্লিক্সের আইওএস অ্যাপেও এই নতুন ফিচার আনা হবে কিন্তু তবে তার জন্য কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
জানেন কি নেটফ্লিক্স ইনকর্পোরেটেড হলো একটি আমেরিকান মিডিয়া কোম্পানি। এটি ক্যালিফোর্নিয়ার লস গ্যাটোসে অবস্থিত। ১৯৯৭ সালে ক্যালিফোর্নিয়ার স্কটস ভ্যালিতে রিড হেস্টিংস এবং মার্ক র্যান্ডলফ এটি প্রথম প্রতিষ্ঠা করেন। সাবস্ক্রিবশন এর মাধ্যমে ব্যবহারকারীরা এই অ্যাপটির যাবতীয় সুবিধা উপভোগ করতে পারবে। নেটফ্লিক্স তার নিত্যনতুন ও আধুনিক কনটেন্ট এর জন্য গোটা বিশ্বে জনপ্রিয়। এমনকি ভারতও তার ব্যতিক্রম নয়, এখানেও নেটফ্লিক্স এর প্রচুর সংখ্যক গ্রাহক রয়েছে।