সুখবর, দুর্মূল্যের বাজারে খরচ কমালো Netflix, রইলো নতুন প্ল্যানের তালিকা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সবাই যখন দাম বাড়াচ্ছে তখন দাম কমানোর পথে হাঁটল ডিজিটাল প্ল্যাটফর্মের দুনিয়ার অন্যতম সংস্থা Netflix। ভাবতে অবাক লাগলেও এমনই ঘোষণা করা হয়েছে সংস্থার তরফ থেকে। গত সোমবার যখন Amazon Prime Video তাদের সাবস্ক্রিপশন খরচ দ্বিগুণ করে দেয় সেই সময় Netflix-এর এমন সিদ্ধান্ত নজিরবিহীন।

Advertisements

Netflix ২০১৬ সালে ভারতে নিজেদের পরিষেবা প্রদান শুরু করে। তবে এই সংস্থা সহ অন্যান্য ডিজিটাল প্লাটফর্মগুলির জনপ্রিয়তার শিখরে ওঠে লকডাউন সময়ে। যখন সিনেমা হল বন্ধ, মানুষ গৃহবন্দি, তখন সময় কাটানোর তাগিদে এই সকল ডিজিটাল প্ল্যাটফর্মের চাহিদা হয়ে ওঠে তুঙ্গে। অন্যান্য সংস্থার মত Netflix -ও নিজেদের সাবস্ক্রাইবার অনেক বাড়ায়।

Advertisements

অন্যদিকে বর্তমানে যখন বিভিন্ন সংস্থা নিজেদের সাবস্ক্রিপশন রেট বাড়াচ্ছে সেই সময়ই ডিজিটাল প্ল্যাটফর্মের অন্যতম একটি সংস্থা Netflix নিজেদের সাবস্ক্রিপশন সংখ্যা বৃদ্ধি করার জন্য সাবস্ক্রিপশন খরচ অনেকটাই কমিয়ে দিল। ভারতে পরিষেবা দেওয়া শুরু করার প্রায় পাঁচ বছর পর এই সংস্থা নিজেদের সাবসক্রিপশন চার্জ বদল করলো। বদলের ক্ষেত্রে আবার লক্ষ্য করা গেল উল্টোপুরাণ।

Advertisements

Netflix-এর ১৯৯ টাকার প্ল্যান বর্তমানে কমিয়ে করা হয়েছে ১৪৯ টাকা। এই প্ল্যানে স্মার্টফোন, ট্যাবলেট জাতীয় ডিভাইসে উপভোগ করা যায় এই সংস্থার সম্প্রচারিত শো।

৪৯৯ টাকার সাবস্ক্রিপশন খরচ কমিয়ে করা হয়েছে মাত্র ১৯৯ টাকা। এক্ষেত্রে এই সাবস্ক্রিপশন প্ল্যানে খরচ কমানো হয়েছে ৩০০ টাকা। এই প্ল্যানের সাবস্ক্রাইবার স্মার্টফোন, ট্যাবলেট ছাড়াও কম্পিউটার এবং টিভিতেও শো উপভোগ করতে পারেন।

৬৪৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যানের খরচ কমিয়ে করা হয়েছে ৪৯৯ টাকা। খরচ কমলেও সুবিধার ক্ষেত্রে কোনো রকম কাটছাঁট করা হচ্ছে না। এই সাবস্ক্রিপশন নেওয়া গ্রাহকরা একাধিক ডিভাইসে পরিষেবা পাবেন।

এছাড়াও ৭৯৯ টাকার সাবস্ক্রিপশন প্ল্যান কমিয়ে করা হয়েছে ৬৪৯ টাকা। 4K+HDR রেজোলিউশনে নেটফ্লিক্সের সব শো দেখা যায় এই প্ল্যানে।

Advertisements