নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতীয় নাগরিকদের অধিকাংশের কাছে পৌঁছে গিয়েছে মুঠোফোন (Mobile Phone)। মুঠোফোন ব্যবহার করার ক্ষেত্রে লাগে সিম কার্ড (Sim Card)। তবে একটি সিমকার্ডেই জীবন চালানোর মতো ভারতীয় নাগরিক খুঁজে পাওয়া মুশকিল। আসলে হাতে হাতে ডুয়েল সিমকার্ড ফোন থাকার ফলে দুটি সিম কার্ড তো রয়েছেই, আবার বহু ক্ষেত্রেই কোন সমস্যা হলেই তারা সিম কার্ড বদলে ফেলেন।
বহু মানুষের মধ্যেই ধারণা কোন সমস্যা হলে সিম কার্ড বদলে ফেললেই সেই সমস্যার সমাধান হয়ে যায়। কোন কোন ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। যেমন আপনার নম্বর অনেকেই জেনে গিয়েছে অথচ তাদের আপনি নম্বর জানাতে চাইছেন না, এরকম ছোটখাটো সমস্যা দূর হতে পারে। কিন্তু আবার এই ধরনের ছোটখাটো সমস্যা দূর করতে গিয়ে অনেক বড় বড় সমস্যার সম্মুখীন হতে হয়। এমনকি সামান্য ভুলেই আপনার সিম কার্ড আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে।
বহু ক্ষেত্রেই দেখা যায় ফোন ব্যবহারকারীরা পুরাতন সিম কার্ডের পরিবর্তে নতুন সিম কার্ড ব্যবহার করার সময় নম্বর বন্ধ না করেই ফেলে দেন অথবা কোথাও রেখে দেন। কিন্তু এই সামান্য ভুল করার ফলে যদি আপনার পুরাতন সিম কার্ড সেই রকম কোন ব্যক্তির হাতে চলে যায় এবং তিনি যদি কোন রকম অপরাধমূলক কাজ করেন সেক্ষেত্রে সহ্য করতে হবে আপনাকেই। এমনকি জেলের ভাতও খেতে হতে পারে।
অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা নিজেদের নামে থাকা সিমকার্ড বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে থাকি। এক্ষেত্রেও কিন্তু আপনি যাকে সিম কার্ড দিচ্ছেন তিনি যদি কোন অপরাধমূলক কাজ আপনার নম্বর থেকে করে থাকে তাহলেও ভুগতে হবে আপনাকে।
আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় হঠাৎ করে কেউ এসে ফোন করার জন্য আপনার ফোন চাইলো। আপনি কোন কিছু না ভেবে ওই ব্যক্তির বিপদের কথা ভেবে তাকে ফোন দিয়ে দিলেন। ওই ব্যক্তি যদি কোন অপরাধমূলক কাজ করে এসেছেন অথবা এমন কোন ব্যক্তিকে ফোন করছেন যিনি অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত তাহলে আপনার ফেঁসে যাওয়া কেউ আটকাতে পারবেনা।
এছাড়াও সিমকার্ড সোয়াপিং সহ আরও বিভিন্ন ধরনের ঘটনা ইদানিংকালে ঘটে চলেছে, যেগুলির মাধ্যমে আপনি ফেঁসে যেতে পারেন। তবে সেসব প্রযুক্তিগত দিক দিয়ে করা হয়। এখন নিজের হাতে যে সকল বিষয় রয়েছে সেগুলি মেনে চললে এই ধরনের বিপদ আপনার ধারে কাছে আসবে না।