বাংলাএক্সপি ডেস্কঃ বর্তমানে দেশের বিভিন্ন রুটে ৫৪ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) যাতায়াত করছে। এই সংখ্যাটা আগামী ১৫ সেপ্টেম্বর এক ধাক্কায় বেড়ে হয়ে যাবে ৬৪ জোড়া। কেননা ঐদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে নতুন করে ১০ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হতে চলেছে।
ভারতীয় রেল দেশের বিভিন্ন রুটে কেবলমাত্র ৬৪ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেই থেমে থাকছে না। কেননা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ২০২৯ সালের মধ্যে দেশে অন্ততপক্ষে ২৫০ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হয়ে যাবে। রেলমন্ত্রীর এমন লক্ষ্যমাত্রা পূরণ করার জন্য ভারতীয় রেল দিনরাত কাজ করে চলেছে। আর তারই ফলশ্রুতি হিসাবে দেশে একে একে বিভিন্ন রুটে নতুন নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হচ্ছে।
১৫ সেপ্টেম্বর নতুন করে দেশে যে ১০ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা হবে সেগুলির সূচনা ঝাড়খন্ডের জামশেদপুর স্টেশন থেকে করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে জামশেদপুর স্টেশন থেকে ট্রেনগুলির সূচনা হলেও সেগুলি চলবে বিভিন্ন রুটে। নতুন এই সকল বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনগুলি পাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খন্ড, বিহার, মহারাষ্ট্র, তেলাঙ্গানা, কর্ণাটক, ছত্তিশগড় ও উত্তর প্রদেশ।
ভারতীয় রেলের তরফ থেকে নতুন যে ১০ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করা হচ্ছে সেই ট্রেনগুলি চলবে পাটনা-টাটানগর-পাটনা, আগরা-বারাণসী-আগরা, বারাণসী-দেওঘর-বারাণসী, টাটানগর-বেহরমপুর-টাটানগর, নাগপুর-সেকেন্দ্রাবাদ-নাগপুর, হুবলি-পুনে-হুবলি, দুর্গ-বিশাখাপত্তনম-দুর্গ, হাওড়া-গয়া-হাওড়া, হাওড়া-রাউরকেল্লা-হাওড়া ও হাওড়া-ভাগলপুর-হাওড়ার মধ্যে।
এই ১০ জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে তিন জোড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলবে হাওড়া ও গয়া, হাওড়া ও রাউরকেল্লা এবং হাওড়া ও ভাগলপুরের মধ্যে। পশ্চিমবঙ্গ নতুন করে তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন পাওয়ার ফলে রাজ্যের মোট বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সংখ্যা এক লাফ দিয়ে দাঁড়াচ্ছে ৯ জোড়া।