নিজস্ব প্রতিবেদন : ভারতীয় মুদ্রায় (Indian Currency) বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হয়। আবার সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন মুদ্রা চালু করা হয়। সেই রকমই এবার ১০০ টাকার (100 Rupee Coin) নতুন কয়েন আসতে চলেছে। নতুন ১০০ টাকার কয়েন চালু করা নিয়ে সমস্ত রকম প্রস্তুতি শেষ হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
নতুন এই ১০০ টাকার কয়েন আনা হচ্ছে মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০০তম ‘মন কি বাত’-কে স্মরণীয় করে রাখার জন্য। ১০০ টাকার যে কয়েন আনা হচ্ছে তা স্মারক কয়েন হিসাবে চালু করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০০তম মন কি বাত পর্বকে স্মরণীয় করে রাখার জন্য ১০০ টাকার নতুন কয়েন চালু করার পাশাপাশি আরও একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যেমন এক লক্ষের বেশি বুথে এই অনুষ্ঠানের পর্ব সম্প্রচারের পরিকল্পনা রয়েছে
নতুন এই ১০০ টাকার কয়েন দেখতে কেমন হতে চলেছে? ৪৪ মিলিমিটারের নতুন ১০০ টাকার কয়েন হবে গোলাকার। রুপো, তামা, নিকেল এবং দস্তা এই চারটি ধাতু দিয়ে তৈরি করা হচ্ছে নতুন এই ১০০ টাকার কয়েন। নতুন এই ১০০ টাকার কয়েনে অশোক স্তম্ভ থাকবে কয়েনের উল্টোদিকে ঠিক মাঝখান বরাবর।
অশোক স্তম্ভের নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। দেবনগরী লিপিতে ভারত এবং ইংরেজি লিপিতে ইন্ডিয়া লেখা থাকবে যথাক্রমে বাম পেরিফেরিতে এবং ডান পেরিফেরিতে। এছাড়াও মুদ্রার মধ্যে থাকছে মন কি বাত-এর ১০০ তম পর্বের প্রতীক। প্রতীক হিসাবে থাকবে শব্দ তরঙ্গ সহ একটি মাইক্রোফোনের ছবি। মাইক্রোফোনের উপরে লেখা থাকবে ২০২৩। এই ছবির উপরে দেবনগরী ও ইংরেজিতে লেখা থাকবে ‘মন কি বাত 100’। এর ওজন ৩৫ গ্রাম।
Be a part of the journey of 100 episodes of #MannKiBaat!
Share your inputs with PM @narendramodi for making it memorable. pic.twitter.com/pl8Kfd7V6a
— Mann Ki Baat Updates मन की बात अपडेट्स (@mannkibaat) March 29, 2023
স্মারক হিসাবে ১০০ টাকার কয়েন এই প্রথম চালু করা হচ্ছে এমন নয়। এর আগেও দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী, রাজমাতা বিজয়রাজে সিন্ধিয়ার জন্মশতবার্ষিকী, AIADMK-এর প্রতিষ্ঠাতা এমজি রামচন্দ্রনের শতবর্ষে, মহারানা প্রতাপের 476 তম জন্মবার্ষিকীর জন্য ১০০ টাকার কয়েন চালু করা হয়েছিল। ২০১০, ২০১১, ২০১২, ২০১৪, ২০১৫ সাল সহ বিভিন্ন সালে ১০০ টাকার এই ধরনের কয়েনের প্রচলন করা হয়েছিল।