ছেঁড়া ফাটার চিন্তাকে দূর করে বাজারে আসছে নতুন ১০০ টাকার নোট

নিজস্ব প্রতিবেদন : নোট নিয়ে আমাদের সবসময় যে চিন্তা থাকে তাহলে ছিঁড়ে যাওয়া অথবা ফেটে যাওয়া। আর এবার সেই ছেঁড়া ফাটা চিন্তা থেকে হয়তো মুক্তি মিলতে চলেছে। সর্বভারতীয় একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, ভারতীয় বাজারে এমন এক ধরনের নোট আসতে চলেছে যা এত সহজে ছিঁড়বেও না অথবা ফাটবেও না। এমনকি সেই নোট জলে পড়ে গেলে গলেও যাবে না।এরকম বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন ১০০ টাকার নতুন নোট হয়তো খুব তাড়াতাড়ি আপনার হাতে আসতে পারে।

সর্বভারতীয় ওই সংবাদপত্রের খবর অনুযায়ী বলা হয়েছে, ভারতীয় বাজারে নতুন ধরনের ১০০ টাকার নোট আসতে চলেছে। যে নোট এখন থেকে ছিঁড়বে না বা ফাটবে না। জলে পড়লেও সহজে গলবে না। এই ১০০ টাকার নোট দেখতে হবে অবিকল এখনকার নোটের মতই হবে। কিন্তু এই নোটে থাকবে বিশেষ কয়েকটি বৈশিষ্ট্য। আর সেই বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই নোটগুলিকে পকেটে ভরে রাখলেও নষ্ট হবে না। আশা করা হচ্ছে কিছুদিনের মধ্যেই বেগুনি রঙের এই নতুন নোট বাজারে আসতে পারে। ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ বিলিয়ন নোট ছাপাচ্ছে বলে জানা গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই সকল রুটের বৈশিষ্ট্য।

দেশের পাঁচটি শহরে পাইলট প্রজেক্ট হিসাবে এই নোট চালু করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কের তরফে।

বাজারে আসতে চলা নতুন ১০০ টাকার নোটে বার্নিশ করা থাকবে। যে কারণে এই নোট ছিঁড়বে না অথবা ফাটবে না। জলে পড়ে গেলেও গলবে না।

মঙ্গলবার রাজ্যসভায় অনুরাগ সিং ঠাকুর নতুন এই নোটের বিষয়ে জানান। তিনি বলেন দেশের পাঁচটি শহর শিমলা, জয়পুর, ভুবনেশ্বর, মিসৌর ও কোচিতে পাইলট প্রজেক্ট হিসেবে এই নোট চালানো হবে। এই নোট দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও বহুদিন পর্যন্ত ব্যবহারযোগ্য থাকবে।

নতুন এই ১০০ টাকার নোটের বৈশিষ্ট্য

বাজারে আসতে চলার নতুন এই ১০০ টাকার নোট বর্তমান নোটের মতই গান্ধী সিরিজের হবে। এমনকি এই নোটের আকার আকৃতি ও ডিজাইন বর্তমান নোটের মতই থাকবে। কেবলমাত্র এই নোটগুলিতে বার্নিশ করা থাকবে। বর্তমানে বাজারে চলা নোটগুলি ২ থেকে ৩ বছর দীর্ঘায়ু হয়। কিন্তু আসতে চলা এই নতুন নোটের দীর্ঘায়ু হবে কম করে ৭ বছর। নতুন এই নোটগুলি বানাতে ২০ শতাংশ বাড়তি খরচা হবে। অর্থাৎ বর্তমানে ১০০ টাকার হাজারটি নোট ছাপাতে যেখানে খরচ হয় ১৫৭০ টাকা, সেখানে এই নোটগুলি ছাপাতে আরও ২০ শতাংশ আলাদা খরচ হবে।