Advertisements

HS Merit List 2024 Changed: উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় বড় বদল! জীবনে নতুন মোড় ১২ জন পড়ুয়ার

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের এক সপ্তাহ পার হতে না হতেই বদলে গেল মেধা তালিকা (HS Merit List 2024 Changed)। মেধা তালিকায় এমন বদল এসেছে মূলত রিভিউ ও স্ক্রুটিনির জেরে। নতুন মেধাতালিকা সামনে আসতেই দেখা গেল, ১২ জন পড়ুয়ার জীবনে এলো নতুন মোড়। এর পাশাপাশি তিনজন পড়ুয়ার র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে।

Advertisements

চলতি বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় গত ৮ মে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে ফলাফল এবং মেধা তালিকা প্রকাশের পর দেখা যায় রাজ্যের মোট ৫৮ জন প্রথম দশে জায়গা করেছিলেন। তবে পরবর্তীতে রিভিউ এবং স্ক্রুটিনি করার পর দেখা যায় সেই মেধা তালিকায় আরও ১২ জন জায়গা করে নিল, আর নতুন করে ১২ জন জায়গা করে নেওয়ার ফলে মেধা তালিকায় মোট পড়ুয়ার সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭০।

Advertisements

রিভিউ এবং স্ক্রুটিনির বিষয়ে এই বছর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নতুন নিয়ম জারি করা হয়েছিল। নতুন নিয়ম অনুযায়ী যে সকল পরীক্ষার্থী অথবা তাদের অভিভাবকদের মধ্যে নম্বর নিয়ে কোনরকম সংশয় রয়েছে তারা রিভিউ অথবা স্ক্রুটিনি করতে পারবেন এবং সেই ফলাফল সাত দিনের মাথাতেই পেয়ে যাবেন। মূলত সাধারণ নিয়ম অনুযায়ী রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশের ক্ষেত্রে যে টাকা লাগে তার থেকে চারগুণ বেশি টাকা দিয়ে তৎকাল উপায়ে ফলাফল জানার ব্যবস্থা করা হয়। সেই সুবিধাকে কাজে লাগিয়েই সাত দিনের মাথায় নতুন করে ফলাফল পেয়েছেন অনেক পরীক্ষার্থীরা।

Advertisements

আরও পড়ুন ? Pritambar Barman HS: পরিযায়ী শ্রমিকের ছেলে উচ্চমাধ্যমিকে নবম! নজির গড়া ফলাফল করেই চোখে মুখে বড় স্বপ্ন

রিভিউ ও স্ক্রুটিনির পর যে সকল পরীক্ষার্থীদের নম্বর পরিবর্তন হয়েছে তাদের মধ্যে অন্যতম হল, পঞ্চম স্থানে থাকা বাঁকুড়ার অঙ্কিতা পাল। তার এখন নম্বর বেড়ে যাওয়াই সে এখন পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছে। একইভাবে আরও দুজনের মেধাতালিকার র‍্যাঙ্ক পরিবর্তিত হয়েছে। হুগলির অভ্রকিশোর ভট্টাচার্য ষষ্ঠ থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে এবং চুঁচুড়ার বৃষ্টি পাল মেধাতালিকার নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। এর পাশাপাশি মেধাতালিকায় নতুন করে ১২ জন জায়গা করে নিয়েছে।

১৬ মে প্রথম পর্যায়ের রিভিউ ও স্ক্রুটিনির ফলাফল প্রকাশ করার পর তালিকায় যে ৭০ জন জায়গা করলো তারা ১৫ জেলার পরীক্ষার্থী। সবচেয়ে বেশি পরীক্ষার্থী রয়েছে হুগলি থেকে, সংখ্যাটা ১৩। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, সংখ্যা ৭। মেধা তালিকায় কলকাতার রয়েছে ৫ জন।

Advertisements