নিজস্ব প্রতিবেদন : করোনা দিন দিন আতঙ্কের চেহারা নিচ্ছে বীরভূম জেলায়। পরিস্থিতি এতটাই খারাপের দিকে যাচ্ছে যে পরপর দু’দিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা একশোর উপরে। আক্রান্তের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও। আর এই আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি উদ্বেগ বাড়াচ্ছে জেলার বাসিন্দাদের।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য ভবনের শুক্রবারের করোনা রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় বীরভূমে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২১৪ জন। বর্তমানে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৯৬৮। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মাত্র ২৩ জন। জেলায় মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১৩১৪। পাশাপাশি গত ২৪ ঘন্টায় বীরভূমে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুজন। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪। জেলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬৩৬।
অন্যদিকে এদিনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯৮২ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ৫৩ হাজার ৭৫৪। গত ২৪ ঘন্টায় রাজ্যের সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২৮৬ জন। রাজ্যে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১ লক্ষ ২৪ হাজার ৩৩২। গত ২৪ ঘন্টায় রাজ্যে মারা গেছেন ৫৬ জন। রাজ্যের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০৭৩। বর্তমানে রাজ্যের সক্রিয় রোগীর সংখ্যা হল ২৬ হাজার ৩৪৯।