এবার কম খরচে হবে পাহাড় ভ্রমণ! বড় পরিকাঠামো নিয়ে নামছে NBSTC

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বছরের বিভিন্ন সময় পর্যটকদের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে জায়গা করে নেয় উত্তরবঙ্গ (North Bengal)। উত্তরবঙ্গের পাহাড় থেকে শুরু করে তরাই ডুয়ার্স, চা বাগান, অভয়ারণ্য প্রতিনিয়ত পর্যটকদের (Tourist) মন কেড়ে থাকে। যে কারণে এই সকল জায়গায় বছরের প্রায়ই সবসময়ই পর্যটকদের ভিড় দেখা যায়।

Advertisements

তবে উত্তরবঙ্গের কোন জায়গা ঘুরতে যাওয়া মানেই হাজার হাজার টাকা খরচের বিষয়টি থেকেই যায়। কেননা এই সকল জায়গায় ভালোভাবে ঘোরাফেরার জন্য প্রয়োজন হয় গাড়ির। পাহাড়ে পর্যটকদের বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর জন্য যে সকল গাড়ি ভাড়ায় পাওয়া যায় সেগুলির পিছনে প্রচুর টাকা খরচ করতে হয়। তবে এবার এই বিপুল পরিমাণ খরচের বিষয়টিতে লাগাম আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisements

পর্যটকদের উত্তরবঙ্গ ঘোরার পিছনে বিপুল পরিমাণ খরচে লাগাম আসতে পারে মূলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC) এর দৌলতে। কেননা এনবিএসটিসি এবার বড়পরিকাঠামো নিয়ে রাস্তায় নামছে। বড়দিনের আগেই তাদের কাছে পৌঁছে গিয়েছে নতুন ৩১টি বাস। এই সকল বাস একেবারেই অত্যাধুনিক এবং এই বাসগুলি রাস্তায় চলাচল করতে শুরু করলেই পর্যটকদের পাশাপাশি এলাকার হাজার হাজার মানুষ উপকৃত হবেন।

Advertisements

নতুন যে ৩১টি বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের হাতে এসেছে সেগুলির এক একটির দাম ৪২ লক্ষ টাকা। প্রতিটি বাসে ৫৫ জন করে যাত্রী বসার সুযোগ পাবেন। এছাড়াও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সূত্রে জানা যাচ্ছে, তারা কেবল ৩১ টি বাসেই থেমে থাকছে না। তাদের কাছে আসতে চলেছে মোট ৭৩ টি বাস। এই ৭৩টি বাসের মধ্যে ৪৩ টি ডিজেল ইঞ্জিন চালিত এবং বাকি ৩০টি বাস হবে সিএনজি ইঞ্জিন চালিত।

নতুন এই বাসগুলি অত্যাধুনিক হওয়ার পাশাপাশি এগুলিতে সিসি ক্যামেরা এবং প্যানিক বটনের মতো ব্যবস্থা রাখা হচ্ছে নিরাপত্তার জন্য। এই নতুন বাসগুলি খুব তাড়াতাড়ি বিভিন্ন রুটে চালানো হবে বলে জানা যাচ্ছে। বাসগুলি বিভিন্ন রুটে চালানোর পদক্ষেপ নেওয়া হলেই পর্যটক থেকে সাধারণ মানুষেরা সস্তায় বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবেন।

Advertisements