নিজস্ব প্রতিবেদন : যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একদিকে যেমন রেল পরিষেবাকে অগ্রগণ্য হিসাবে ধরা হয়ে থাকে, ঠিক সেই রকমই সড়ক পথও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সড়ক যোগাযোগ ব্যবস্থায় যাতে আরও উন্নতি আসে তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিনিয়ত নতুন নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আর সেই সকল পদক্ষেপের মধ্যেই বাংলায় তৈরি হতে চলেছে নতুন একটি হাইস্পিড করিডর (High Speed Corridor), যার পিছনে খরচ হবে ১০২৪৭ কোটি টাকা।
নতুন যে হাইস্পিড করিডর তৈরি করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে তা তৈরি করবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI)। নতুন এই হাইস্পিড করিডর তৈরির জন্য শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মূলত এই করিডর পশ্চিমবঙ্গের বুকে তৈরি করা হবে এবং পশ্চিমবঙ্গের বুকে তা তৈরি হওয়ার ফলে অন্ততপক্ষে ৬ জেলার বাসিন্দারা উপকৃত হবেন।
কেন্দ্র সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গ এবং উত্তর-পূর্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ১০২৪৭ কোটি টাকার বিনিময়ে নতুন যে হাইস্পিড করিডর তৈরি করা হবে, তার দৈর্ঘ্য হতে চলেছে ২৩১ কিলোমিটার। যে হাইস্পিড করিডরটি তৈরি হতে চলেছে সেটি হবে ৪ লেনের। এমন হাইস্পিড করিডর তৈরি হলে সহজেই যাতায়াত করতে পারবেন সাধারণ মানুষরা, সহজেই দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে জিনিসপত্র।
নতুন এই হাইস্পিড করিডর তৈরি করা হবে খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত। এই করিডর তৈরি করার জন্য যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তাতে ২০২৮ সালের মধ্যেই কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। খড়গপুর থেকে মুর্শিদাবাদ পর্যন্ত এই করিডর দক্ষিণবঙ্গের ৬ জেলার উপর দিয়ে যাবে। ১২ নম্বর জাতীয় সড়কের মধ্য দিয়ে ইতিমধ্যেই মোড়গ্রাম ও শিলিগুড়ি জুড়ে যাওয়ার ফলে নতুন এই করিডর যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করবে।
রাজ্যের যে ছয় জেলার বাসিন্দারা নতুন এই করিডরের ফলে উপকৃত হবেন সেই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। কেননা পশ্চিম মেদিনীপুর থেকে এই করিডর শুরু হওয়ার পর এই সকল জেলাগুলির উপর দিয়ে গিয়ে তা শেষ হবে মুর্শিদাবাদে। হাইস্পিড করিডরটি মুর্শিদাবাদে থাকা ১২ নম্বর জাতীয় সড়কের সঙ্গে মিশে যাবে। আর এর ফলে খড়গপুর থেকে এই সকল জেলা হয়ে শিলিগুড়ি পৌঁছানো অনেক সহজ হবে।