রেকর্ড! দিনের হিসাবে সর্বোচ্চ করোনা পজিটিভ রাজ্যে

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : বিগত সমস্ত দিনের রেকর্ড, পরিসংখ্যান সব ভেঙে গেল রবিবার। রাজ্যে একদিনে করোনা পজিটিভের সংখ্যা প্রায় ৯০০। আর এমন ভাবে রোগীর সংখ্যা বৃদ্ধি রাজ্যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের রবিবার অর্থাৎ ৫ই জুলাইয়ের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৯৫ জন। রেকর্ড রোগী বৃদ্ধির পাশাপাশি এদিন মৃতের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। এদিন মোট ২১ জন প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘন্টায় রাজ্যে সবথেকে বেশি আক্রান্ত হয়েছে কলকাতা থেকে। কলকাতায় ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৪৪। এরপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, যেখানে সংখ্যাটা ২১৪। পাশাপাশি হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনা প্রায় সমান সমান করোনা আক্রান্ত হয়েছে গত ২৪ ঘন্টায়। হাওড়াতে ১১১ জন এবং দক্ষিণ ২৪ পরগনা ১১৮ জন। তবে এই চারটি জেলায় রেকর্ড পরিমাণে করোনা আক্রান্ত হলেও গত ২৪ ঘন্টায় আশার আলো দেখতে পাওয়া গেছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতে ২৪ ঘন্টায় সংক্রমণ অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম।

গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪৫ জন। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২২১২৬ হওয়ার পাশাপাশি সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭১১। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৭। তবে দিন কয়েক আগে অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমলেও তা আবার বেড়ে দাঁড়ালো ৬৬৫৮। তবে রাজ্যে সুস্থ হয়ে ওঠার হার বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৬৬.৪৮ শতাংশে।