নিজস্ব প্রতিবেদন : সবার কাছে নিজস্ব গাড়ি নেই, আবার সবার পক্ষে প্রতিদিন ক্যাব অ্যাপের (Cab App) মাধ্যমে গাড়ি বুকিং করে অফিসে পৌঁছানো সম্ভব নয়। যে কারণে অধিকাংশ মানুষকেই দেখা যায় গণ পরিবহনের অন্যতম মেরুদন্ড বাসের উপর নির্ভর করে অফিস সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে। বাসে (Bus) চড়ে যাতায়াত করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল ঠিকঠাক সিট পাওয়া। বহু ক্ষেত্রেই দেখা যায় অফিস টাইমে বাসে ঝুলতে ঝুলতে যেতে হয় যাত্রীদের। এবার এইসব সমস্যার সমাধান হতে চলেছে এক নিমেষে।
বাসের সিট বুকিং নিয়ে আর যাত্রীদের চিন্তা করতে হবে না। বাসের সিট বুকিংয়ের জন্য এবার Uber আনতে চলেছে এমন এক পরিষেবা, যার মাধ্যমে যাত্রীরা বাড়িতে বসেই নির্দিষ্ট রুটের নির্দিষ্ট সময়ের বাসের সিট আগাম বুকিং করে রাখতে পারবেন। এই পরিষেবা শুরু হলে যাত্রীদের ভোগান্তি অনেকটাই কমে যাবে। অফিসে যাওয়া থেকে শুরু করে ফেরা সবকিছুই হবে অনেক আরামদায়ক।
নতুন এই পরিষেবা শুরু করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের সঙ্গে মৌ স্বাক্ষর হয়েছে Uber-এর। এমন মৌ স্বাক্ষরের বিষয়টি বুধবার সামনে আনেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এমন মৌ স্বাক্ষরের বিষয়টি সামনে আসে। যে মৌ স্বাক্ষর হয়েছে তার মাধ্যমে কলকাতার ৬০টি রুটে এসি বাস চালাবে উবের। চলতে থাকা এই পরিষেবা শুরু হয়ে যাবে আগামী ২০২৪ সালের মার্চ মাসের মধ্যে।
নতুন এই পরিষেবা শুরু হওয়ার পর অ্যাপের মাধ্যমে টু হুইলার অথবা ফোর হুইলার বুকিং করার মতোই বাসের সিট বুকিং করতে হবে। এক সপ্তাহ আগে থেকে রুট দেখা যাবে এবং সিট বুকিং করা যাবে। এছাড়াও আপনার গন্তব্যের জন্য কত টাকা ভাড়া পড়ছে তা দেখা যাবে এবং সেই ভাড়া চাইলে অনলাইনেও মেটানো যাবে। এর পাশাপাশি বাসটি কোথায় রয়েছে তাও অ্যাপের মাধ্যমে দেখা যাবে। এর ফলে বাসস্ট্যান্ডে দীর্ঘক্ষণ অপেক্ষা করার প্রয়োজন হবে না।
নতুন এই বাস পরিষেবা প্রসঙ্গে যা জানা যাচ্ছে তাতে এমন পরিষেবা পাওয়া যাবে সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত। এই মৌ স্বাক্ষরের পাশাপাশি উবেরের তরফ থেকে রাজ্যে ২০২৫ সালের মধ্যে ৮৩ কোটি টাকা বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছে। এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে অন্ততপক্ষে ৫০ হাজার মানুষের চাকরি হবে। এর পাশাপাশি এমন বাস পরিষেবা জনপ্রিয়তা অর্জন করলে একই বাসে বহু জন যাত্রী যাতায়াত করার ফলে শহরে কার্বন নিঃসরণের ঘটনা অনেক কমে যাবে।