পুরনো কার্ডেই পাওয়া যাবে রেশন, কেন্দ্রের ঘোষণায় উপকৃত ৮০ কোটি উপভোক্তা

নিজস্ব প্রতিবেদন : দেশজুড়ে যখন বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ তখন দেশের প্রধানমন্ত্রী ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। দেশকে বাঁচাতে এই লকডাউন জারি হলেও লকডাউনের কারণে অনেকেই সমস্যায় পড়েছেন। অনেক গরিব মানুষের পকেটেই টাকা শেষ, এমনকি সঞ্চয়েও নেই খাবার। আর এই সকল গরিব মানুষদের কথা মাথায় রেখে কেন্দ্র সরকারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন মাসের জন্য প্রত্যেক বাড়ির প্রত্যেক ব্যক্তির জন্য বিনামূল্যে ৫ কিলো করে খাদ্যদ্রব্য দেওয়ার। আর সরকারের তরফ থেকে আরও জানানো হয়েছে এই খাদ্যদ্রব্য যা এখন দেওয়া হচ্ছে তা বর্তমান ন্যাশনাল ফুড ও সিকিউরিটি অ্যাক্টের লিমিটের বাইরে।

পাশাপাশি সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশের যে সমস্ত নাগরিকদের পুরনো রেশন কার্ড রয়েছে তাদের আর নতুন করে রেশন কার্ড করতে হবে না। ওই পুরাতন রেশন কার্ড দিয়েই রেশনের যাবতীয় সামগ্রী তুলতে পারবেন। পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে আরও স্পষ্ট করে জানানো হয়েছে, One Nation One Card প্রকল্প চালু হয়ে যাওয়ার পরও পুরনো রেশন কার্ড কার্যকরী থাকবে।

এর আগে মনে করা হচ্ছিল নতুন যোজনার জন্য নতুন কার্ড করাতে হবে উপভোগক্তাদের। One Nation One Card প্রকল্প শুরু হলে উপভোক্তারা দেশের যেকোনো প্রান্তের রেশন ডিলারের থেকে রেশনের মাল তুলতে পারবেন। তবে নয়া ঘোষণা অনুযায়ী পুরাতন কার্ড জমা দেওয়ার প্রয়োজন নেই, এমনকি নতুন কোন কার্ড করারও প্রয়োজন নেই।

আর সরকারের এমন সিদ্ধান্তে উপকৃত হবেন দেশের ৮০ কোটি মানুষ বলে মনে করা হচ্ছে। এই প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে আপনাকে যেতে হবে নিজের রাজ্যের খাদ্য বিভাগের ওয়েবসাইটে। তারপর সেখানে বেছে নিতে হবে নিজের ভাষা, জানাতে হবে নিজের গ্রাম, জেলা সহ একাধিক তথ্য। এরপর জানাতে হবে আপনার কার্ডটি APL/BPL/Antodaya এর মধ্যে কোনটির অন্তর্ভুক্ত। পাশাপাশি নেওয়া হবে আধার নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর ইত্যাদি। যেগুলি সঠিক জায়গায় দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে।

১লা জুন থেকে এই যোজনা চালু করার পরিকল্পনা রয়েছে কেন্দ্র সরকারের। প্রথম দফায় উত্তর প্রদেশ ও বিহারে এই যোজনা চালু করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ধীরে ধীরে দেশের অন্যান্য রাজ্যগুলিতে এই যোজনা চালু হবে বলে মনে করা হচ্ছে।