Higher Secondary New Rules: উচ্চমাধ্যমিকের পাশ ফেলের নতুন নিয়ম, নয়া ঘোষণা সংসদের, সুবিধা পাবে পরীক্ষার্থীরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চলতি বছর যে সকল পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা পাশ করে একাদশ শ্রেণীতে উঠবে, তারাই উচ্চমাধ্যমিকের (Higher Secondary) নতুন সিলেবাসের প্রথম ব্যাচ হিসাবে পড়াশোনা শুরু করবে। এক দশকের বেশি সময় পর এবার যেহেতু উচ্চমাধ্যমিকের নতুন সিলেবাস শুরু হচ্ছে তাই এই সিলেবাস নিয়ে কম আলোচনা হচ্ছে না।

Advertisements

সিলেবাস নিয়ে আলোচনার পাশাপাশি পরীক্ষা পদ্ধতি নিয়ে ও চলছে হাজার আলোচনা। কেননা এবার পরীক্ষা পদ্ধতিতেও ব্যাপক রদবদল আসছে। আগের মত আর পরীক্ষা পদ্ধতি থাকবে না, এবার সেমিস্টার পদ্ধতিতে নেওয়া হবে পরীক্ষা। আর এই সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সংসদকে একাধিকবার সমস্ত দিক বিচার বিবেচনা করে সিদ্ধান্ত বদল (Higher Secondary New Rules) করতে হয়েছে।

Advertisements

ঠিক সেই রকমই এবার সংসদের (WBCHSE) তরফ থেকে আরও একটি ঘোষণা করা হলো, নতুন এই ঘোষণা উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধা দেবে। পরীক্ষায় পাশ ফেল করার ক্ষেত্রে নতুন ঘোষণা পরীক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের সেমিস্টার পদ্ধতির মূল্যায়ন নিয়ে গাইডলাইন প্রকাশ করেছেন সংসদ চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য। যেখানে সেমিস্টারে প্রত্যেক বিষয়ে বাধ্যতামূলকভাবে পাশ করার নিয়মের কথা বলা হলেও কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হলো।

Advertisements

আরও পড়ুন ? HS Question Pattern: শুধু সিলেবাস বদল নয়, এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৫০-৩০-২০% পদ্ধতিতে সাজানো হচ্ছে প্রশ্ন

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, সাপ্লিমেন্টারি পরীক্ষার পাশাপাশি পাশ মার্কসে থাকবে ছাড়। এক্ষেত্রে কম্পালসারি বিষয়ে যদি কেউ ফেল করে সেক্ষেত্রে সে ওই কম্পালসারি বিষয়কে অপশনাল বিষয়ে পরিবর্তিত করতে পারবে। এই সুযোগ আগেও যাওয়া হতো এবং আগামী দিনে যখন সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে তখনও পরীক্ষার্থীরা এই সুযোগ পাবে। এই সুযোগে কোন পরিবর্তন না আসার ফলে পড়ুয়ারা স্বাভাবিকভাবেই অনেক সুবিধা পাবে।

দ্বাদশ শ্রেণীর যে চূড়ান্ত সেমিস্টার হবে সেই সেমিস্টারের যে সকল পরীক্ষার্থীরা একাধিক বিষয়ে ফেল করবে তারা কেবলমাত্র ঐ সকল বিষয়গুলিতে পরীক্ষা দিয়েই পরেরবার পাশ করার সুযোগ পাবে। এর পাশাপাশি পরীক্ষার্থীরা সময় বাঁচানোর জন্য একসঙ্গে দুটি সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সুযোগও পাবে। আবার একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিষ্টারে যদি কোন পরীক্ষার্থী কোনো বিষয়ের পরীক্ষায় না বসে তাহলে সে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।

Advertisements