Free Ration New Announcement: রেশন নিয়ে চিন্তা দূর করে দিল কেন্দ্র, বাজেটে নতুন ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : টানা তিনবার কেন্দ্রে সরকার গঠন করার পর এনডিএ শিবির মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট (Union Budget 2024) পেশ করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামন এদিন বাজেট পেশ করার শুরু থেকেই একের পর এক জনদরদি ঘোষণা শুরু করেন। সেই সকল ঘোষণার মধ্যে আবার বেশ কিছু ঘোষণা রয়েছে যেগুলি বিজেপি লোকসভা ভোটের আগে সংকল্প পত্রে প্রতিশ্রুতি দিয়েছিল। আর সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার বিনামূল্যের রেশন (Free Ration New Announcement) নিয়ে নতুন ঘোষণা করলেন নির্মলা সীতারামন।

Advertisements

এদিন বাজেট পেশের শুরু থেকেই যে সকল বড় বড় ঘোষণা হয়েছে তার মধ্যে অন্যতম হলো পড়ুয়াদের জন্য একের পর এক ঘোষণা, লোন নিয়ে ঘোষণা, ওষুধের দাম নিয়ে ঘোষণা ইত্যাদি। এসবের মধ্যেই আবার হোসনা হয় রেশন নিয়ে। বিনামূল্যের রেশন আর কতদিন পাওয়া যাবে তা নিয়েই মূলত এদিন ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

Advertisements

দেশের প্রত্যেক নাগরিকদের যাতে ন্যূনতম চাহিদা খাবার নিয়ে কোন সমস্যা না হয় তার জন্য দীর্ঘ দিন ধরেই চালানো হচ্ছে রেশন ব্যবস্থা। আর্থিকভাবে পিছিয়ে পড়া দেশের কোটি কোটি মানুষের রেশন ব্যবস্থা অন্ন সংস্থান। আবার এই রেশন ব্যবস্থা সবচেয়ে বেশি গুরুত্ব পেতে শুরু করে করোনাকাল থেকে। করোনাকালে যখন দেশের মানুষেরা গৃহবন্দী হয়ে পড়েছিলেন, সেই সময় কেন্দ্র সরকার বিনামূল্যে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করেছিল।

Advertisements

আরও পড়ুন ? Central Govt Mudra Yojana: ভুলে যান সব প্রকল্প, এবার বাজেটে কেন্দ্রের ঘোষণায় মুদ্রা যোজনায় মিলবে ২০ লক্ষ টাকা

করোনাকালের পর তিন বছর কেটে গিয়েছে, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে, তবে এরপরেও কিন্তু কেন্দ্র সরকার বিনামূল্যের রেশন তুলে দেয়নি। বরং ভোটের আগে কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যের রেশন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি পূরণের জন্য মঙ্গলবার কেন্দ্রীয় বাজেটে এমন ঘোষণা করা হলো যার পরিপ্রেক্ষিতে আর বিনামূল্যের রেশন নিয়ে চিন্তা থাকবে না।

কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারামনের ঘোষণা অনুযায়ী বিনামূল্যের রেশন নিয়ে অন্ততপক্ষে পাঁচ বছর আর চিন্তা নেই। কেননা এদিন নির্মলা সীতারামন স্পষ্টভাবেই ঘোষণা করে দিয়েছেন, কেন্দ্র সরকারের এই প্রকল্পের মেয়াদ আরো পাঁচ বছর বৃদ্ধি করা হলো। কেন্দ্র সরকারের এমন ঘোষণার ফলে মূলত নিম্নবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা হাঁফ ছেড়ে বাঁচলেন। দেশের প্রায় ৮০ কোটির বেশি মানুষ এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছে।

Advertisements