বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার আরেক সুযোগ দিচ্ছে সরকার, রেশন কার্ড থাকলে জানুন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : রেশন কার্ড (Ration Card) বর্তমানে দেশের ৮০ কোটির বেশি মানুষের অন্ন সংস্থানের জায়গা হয়ে দাঁড়িয়েছে। কোভিড অতিমারি দেশে থাবা বসানোর পর কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির তরফ থেকে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার ঘোষণা করা হয়েছিল। এই বিনামূল্যের খাদ্য সামগ্রী এখনো দেওয়া হচ্ছে। খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে রেশন ব্যবস্থার মধ্য দিয়ে।

Advertisements

তবে রেশন ব্যবস্থার মতো এমন জরুরী ব্যবস্থাকে অনেকেই হাতিয়ার করে নিজেদের কারচুপি চালাচ্ছেন। বহু অসৎ ব্যবসায়ী এবং অসৎ মানুষ রয়েছেন যারা রেশন ব্যবস্থা যার মাধ্যমে দেশের গরীব মানুষরা উপকৃত হচ্ছেন সেই ব্যবস্থাতেও কোপ বসাচ্ছেন। সেই সকল অসৎ মানুষেরা দুস্থ দরিদ্র মানুষদের ন্যায্য খাবারে হাত বসিয়ে নিজেদের সম্পত্তি বৃদ্ধি করছেন।

Advertisements

এমন সব ঘটনা রুখে দিতে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি রেশন গ্রাহককে তাদের রেশন কার্ড আধার নম্বরের সঙ্গে লিঙ্ক (Ration Aadhaar Link) করানোর কথা জানানো হয়েছিল। এর জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে কেন্দ্রের তরফ থেকে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে, যারা এই ছোট্ট কাজটি করবেন না তাদের বিনামূল্যে রেশন সামগ্রী দেওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এই কাজটি না করলে বাতিল হতে পারে রেশন কার্ড আর বাতিল হতে পারে বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার সুযোগ।

Advertisements

কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য একাধিকবার সময়সীমা দেওয়া হয়েছে। এবারও সময়সীমা দেওয়া হয়েছিল ৩০ জুন, ২০২৩। বলা হয়েছিল দেশের প্রতিটি রেশন কার্ড উপভোক্তাদের এই সময়সীমার মধ্যে নিজেদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নিতে হবে। তবে এক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফ থেকে আরও একবার বিনামূল্যে খাদ্য সামগ্রী পাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।

কেন্দ্রীয় তরফ থেকে সেই সকল উপভোক্তাদের আরও একবার বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে যারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করাননি। তাদের নতুন করে সুযোগ দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত। যারা এখনো লিঙ্ক করাননি তাদের এই সময়ের মধ্যে লিঙ্ক করানোর কাজ করিয়ে নিতে হবে। আর তা না করা হলে কেন্দ্রের তরফ থেকে দেওয়া এই নতুন সুযোগ তাদের মিস করতে হবে।

Advertisements