রাজ্যের চাষীদের জন্য সুখবর, বাড়লো ধানের সহায়ক মূল্য, ঘোষণা নবান্নের

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই নজরে আসছে, সরকারকে ধান বিক্রি করার জন্য রাজ্যের চাষিরা রাত জেগে কিষান মান্ডিতে লাইন দিচ্ছেন। এই ঘটনা নিয়ে একাধিক জায়গায় নানান বিশৃঙ্খলার মতো ঘটনা সামনে এসেছে। তবে এসবের মাঝেই রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের চাষীদের সুখবর দেওয়া হল।

Advertisements

রাজ্য সরকারের তরফ থেকে চাষীদের জন্য সুখবরে জানানো হয়েছে কুইন্টাল ধানের সহায়ক মূল্য বৃদ্ধি করা এবং আরও বেশি পরিমাণে সরকারিভাবে ধান কেনার ঘোষণা। ইতিমধ্যেই সরকারের ঘোষণা অনুযায়ী নতুন দামে ধান কেনার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ জেলায়।

Advertisements

বীরভূম, মুর্শিদাবাদ সহ বেশকিছু জেলার খাদ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এই বছর ধান কেনার লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। রাজ্যের চাষীদের দীর্ঘদিন ধরেই দাবি, আরও বেশি করে সরকার তাদের থেকে ধান কিনে নিক। তাতে তারা ক্ষতির সম্মুখীন হবেন না। এবার কৃষকদের সেই দাবি মতোই কিছুটা হলেও ধান কেনার পরিমাণ বৃদ্ধি করা হলো। সরকারের এই পদক্ষেপ রাজ্যের চাষীদের কাছে বাড়তি পাওনা বলেই তারা মনে করছেন।

Advertisements

রাজ্য সরকারের নতুন ধানের দাম প্রসঙ্গে জানা গিয়েছে, গতবছর সরকার চাষিদের থেকে কুইন্টাল প্রতি ধান কিনেছিল ১৮৬৮ টাকা দরে। এই বছর সরকার চাষীদের কুইন্টাল প্রতি ধানের দর দেবে ১৯৪০ টাকা। অর্থাৎ হিসাব অনুযায়ী এই বছর কৃষকরা তাদের ধান বিক্রি করে সরকারের থেকে কুইন্টাল প্রতি ৭২ টাকা বেশি পাবেন।

এছাড়াও কুইন্টাল প্রতি রয়েছে আরও ২০ টাকা বাড়তি। এই ২০ টাকা বাড়তি দেওয়া হচ্ছে চাষীদের বাড়ি থেকে কিষান মান্ডিতে ধান নিয়ে আসার বহন খরচ হিসাবে। সরকারের তরফ থেকে এই খরচকে উৎসাহ ভাতা হিসেবে চাষীদের দেওয়া হচ্ছে। অর্থাৎ হিসাব অনুযায়ী এই বছর চাষীরা তাদের ধান বিক্রি করে সরকারের থেকে কুইন্টাল প্রতি পাবেন ১৯৬০ টাকা।

সরকারের এই দুটি পদক্ষেপে স্বাভাবিকভাবেই উপকৃত হবেন চাষিরা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। তবে এর পাশাপাশি তারা এটাও দাবি করেছেন, ধান বিক্রি করার ক্ষেত্রে দালালদের যে এক চক্র কিষান মান্ডি দাপিয়ে বেড়ায় তানিয় যেন কড়া পদক্ষেপ নেয় সরকার।

Advertisements