নিজস্ব প্রতিবেদন : কলকাতার বুকে ট্যাক্সি মানেই ছিল হলুদ ট্যাক্সি (Yellow Taxi)। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই জায়গা দখল করেছে ক্যাব পরিষেবা (Cab)। হলুদ ট্যাক্সির রমরমা থাকলেও এই সকল ট্যাক্সি নিয়ে অভিযোগেরও শেষ নেই। আবার বর্তমানে অ্যাপ নির্ভর বিভিন্ন ট্যাক্সি পরিষেবার ফলে হলুদ ট্যাক্সি চালকরা অনেকটাই পিছিয়ে পড়ছেন। এমন পরিস্থিতিতে রাজ্য সরকারের তরফ থেকে এমন পদক্ষেপ নেওয়া হল যাতে এতাল ওতাল দুই তালই বজায় থাকে।
রাজ্য সরকারের তরফ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার ফলে ধীরে ধীরে ধুঁকতে থাকা হলুদ ট্যাক্সি পুনর্জীবিত হবে সেই আশা জাগাচ্ছে হলুদ ট্যাক্সি চালকদের। এর পাশাপাশি যাত্রীদের যে সকল অভিযোগ যেমন, যাত্রী না তোলা, মিটারের কারসাজি অথবা ঘুরিয়ে ফিরিয়ে মিটার বেশি করা ইত্যাদির অবসান ঘটবে। ফলতো রাজ্যের এমন পদক্ষেপ নতুন দিশা দেখাচ্ছে সব পক্ষকে।
রাজ্য সরকারের তরফ থেকে নতুন যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে এবার হলুদ ট্যাক্সি মিটারের পরিবর্তে চলবে অ্যাপে। এবার স্মার্ট ফোনে আঙ্গুল বুলিয়েই বুকিং করা যাবে হলুদ ট্যাক্সি। এর জন্য রাজ্য সরকারের তরফ থেকে একটি অ্যাপ পরীক্ষামূলকভাবে লঞ্চ করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে যাত্রী সাথী ড্রাইভার (Yatri Sathi Driver)। ইতিমধ্যেই এই অ্যাপ গুগল প্লে স্টোরে রয়েছে এবং এর ডাউনলোড শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই এই অ্যাপ হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন এলাকার হলুদ ট্যাক্সি চালকদের ১০০০ এর বেশি চালক ডাউনলোড করে ফেলেছেন। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী মাসেই নতুন এই অ্যাপটির অফিশিয়াল লঞ্চ হয়ে যাবে এবং তারপর থেকেই যাত্রীরা পরিষেবা পেতে শুরু করবেন। সরকারের এমন উদ্যোগে খুশি বলে জানিয়েছেন সাধারণ যাত্রী থেকে চালকদের বিভিন্ন সংগঠন কর্তৃপক্ষও।
রাজ্য সরকারের নতুন এই অ্যাপ চালু হলে যাত্রীরা আরও একটি সুবিধা পাবেন। সেই সুবিধা হল বেসরকারি বিভিন্ন app cab সংস্থাগুলির প্রতিযোগিতা বেড়ে যাবে। এর ফলে ওই সকল সংস্থার চালকদের যাত্রী তুলতে প্রত্যাখ্যান করা থেকে শুরু করে সার চার্জের নামে বাড়তি টাকা নেওয়ার গল্পও বন্ধ হয়ে যাবে।