Digha Water Park: দীঘায় এবার নতুন চমক! ঘুরতে গিয়ে আনন্দ হবে দ্বিগুণ, সামনে এলো মেগা আপডেট

Antara Nag

Published on:

Advertisements

New attraction for tourists in Digha is Water Park: পৃথিবীর সৃষ্টির কাল থেকে এত বছর পর্যন্ত চলে আসা সমস্ত রেকর্ড ভেঙে গেছে ২০২৪ এ। প্রচন্ড দাবদাহে জর্জরিত গোটা বাংলা সহ ভারতের বহু এলাকা। ২০২৪ এর গরমের দাপট ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করেছে। টানা একমাস তীব্র দাবদাহের পর মাঝে সামান্য ঝড় বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি সেভাবে। স্কুলগুলোতে গরমের ছুটিও শেষ হয়নি এখনো। সেই সুযোগে কেউ যাচ্ছেন কোন ঠান্ডা পাহাড়ি এলাকায় ঘুরতে, আবার কেউ যাচ্ছেন বন্ধুদের সাথে ওয়াটার পার্কে কিছুটা সময় আনন্দে কাটাতে। দীঘায় নতুন পর্যটন কেন্দ্র (Digha Water Park) চালু হচ্ছে খুবই শিঘ্র।

Advertisements

কলকাতার বিভিন্ন ওয়াটার পার্কে মানুষের ভিড় অবাক করেছে পর্যটন শিল্পকেও। এক কথায় ওয়াটার পার্ক গুলিতে মানুষের ঢল নেমেছে বলাই বোধহয় ভালো। আর ঘুরতে যাওয়ার দিক থেকে বাঙালির পছন্দের তালিকার শীর্ষে যেহেতু আছে দীঘা, তাই দীঘায় যদি ওয়াটার পার্ক হয় তাহলে কেমন হবে? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এবার দিঘাতে গিয়েও পাওয়া যাবে ওয়াটার পার্কের (Digha Water Park) মজা।

Advertisements

রাজ্য সরকার পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে অন্যতম হলো দীঘার ওয়াটার পার্ক (Digha Water Park)। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি দিঘা কে গোয়ার মতন করে সাজিয়ে তুলবেন। প্রতিশ্রুতি বিফলে যায়নি। দিঘাকে সাজিয়ে তোলার জন্য একাধিক নতুন প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। ওয়াটার পার্ক সেই প্রকল্পগুলিরই অন্যতম নতুন সংযোজন। রাজ্য সরকারের উদ্যোগে একটু একটু করে সেজে উঠছে সৈকত নগরী।

Advertisements

আরও পড়ুন ? Santragachhi to Digha Special Train: আরও সহজে যাওয়া যাবে দীঘা, আরও এক স্পেশাল ট্রেন দিল রেল

দিঘাকে সাজিয়ে তোলার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। উন্নতি হয়েছে রাস্তা ঘাটের, তৈরি হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আরো একটি জগন্নাথ মন্দির। এছাড়া তালিকায় রয়েছে অডিও ভিজুয়াল পার্কের মতন একাধিক প্রকল্প। দীঘার উন্নতি প্রকল্পের মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক। সিঙ্গাপুরের আদলে তৈরি করা হবে নতুন ওয়াটার পার্ক। সারা বছর শুধুমাত্র সমুদ্রের টানে পর্যটকদের ভিড় উপচে পড়ে দীঘায়। আর এখন এত উন্নত ও আকর্ষণীয় প্রকল্প পর্যটকদের ভিড় আরো অনেকটা বাড়িয়ে দেবে বলেই আশা রাখছে রাজ্য সরকার।

মূলত পর্যটক টানাই লক্ষ্য রাজ্য সরকারের। দীঘায় পর্যটন শিল্প উন্নতি করার জন্য নতুন ওয়াটার পার্ক (Digha Water Park) তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে ওয়াটার পার্ক তৈরির জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দিঘা স্টেশনের খুব কাছেই তৈরি করা হচ্ছে নতুন এই ওয়াটার পার্ক। স্টেশনের একদম পাশেই অবস্থিত ইন্দ্রপুরী এবং বৈশাখী হোটেল। তার ঠিক বিপরীতে তৈরি হবে দীঘার নতুন ওয়াটার পার্ক (Digha Water Park)।

Advertisements