Suri Burdwan Bus Service: কোনো স্থানের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থার একটা গুরুত্বপুর্ণ ভূমিকা থাকে। কাজের জন্য প্রায়শই এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করতে হয় সাধারণ মানুষকে। সেক্ষেত্রেও যদি উপযুক্ত পরিবহন ব্যবস্থা না পাওয়া যায় তবে বেশ ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হয় এলাকার মানুষদের। এই একই সমস্যার মধ্যে থাকতে হতো সিউড়ির সাধারণ মানুষকে। যোগাযোগ ব্যবস্থা এবং পরিবহন ব্যবস্থা ভালো না হওয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট হতো যাত্রীদের।
ভালো কলেজে পড়াশুনোর সুযোগ এলেও ছাত্রছাত্রীরা অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে সেই সুযোগকে এতদিন কাজে লাগাতে পারেনি সিউড়ির বাসিন্দারা। এলাকার ট্রেন পরিষেবাও খুব একটা উন্নত না হওয়ায় বাস পরিষেবার উপরেই নির্ভর করতে হতো সিউড়িবাসীদের। নয়তো বা ঘণ্টার পর ঘন্টা স্টেশনেই অপেক্ষা করতে হতো ট্রেনের সময়ের। তবে এবার সিউড়িবাসীর জন্য বড় পদক্ষেপ রাজ্য সরকারের। দীর্ঘদিনের যানবাহন সংক্রান্ত সমস্যার সমাধানে এবার এগিয়ে এলো রাজ্য সরকার।
আরো পড়ুন: শহরবাসীর জন্য দারুন খবর! এবার যাতায়াত হবে আরো সহজ, এই রুটে চালু হবে মেট্রো চলাচল
জানা যাচ্ছে সিউড়ি থেকে বর্ধমান সহ আরও অন্যান্য জায়গায় যোগাযোগের ক্ষেত্রে হতে গোনা কয়েকটি বা পরিষেবায় একমাত্র ভরসা ছিল সাধারণ মানুষের। তাই সহজেই যাতে সিউড়ি থেকে বর্ধমানের একটি যাতায়াতের যোগ বন্ধন তৈরি করা যায় সেই জন্য শুক্রবার রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে একটি নতুন সরকারি বাস পরিষেবা (Suri Burdwan Bus Service) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন আনুষ্ঠানিক ভাবে এই নতুন বাস পরিষেবার উদ্বোধন হলো সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায় চৌধুরীর হাত ধরে।
আরো পড়ুন: রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া খবর! ডিসেম্বরেই বাড়তে পারে মহার্ঘ ভাতা, কত শতাংশ হবে
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (SBSTC) দ্বারা পরিচালিত হতে চলেছে এই বাসটি। জানা যাচ্ছে নতুন এই বাস পরিষেবার ক্ষেত্রে ব্যবহার করা হবে সিএনজি (CNG) চালিত বাস। এদিন সিউড়ির রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস স্ট্যান্ড থেকে এই বাস রুটের শুভ উদ্বোধন করা হয়। জানা যাচ্ছে নতুন পরিষেবা (Suri Burdwan Bus Service) দেওয়া এই বাসটি এদিন দুপুর আড়াইটা নাগাদ সিউড়ি থেকে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেয়।
এছাড়া সিউড়ি থেকে বর্ধমান যাওয়ার এই নতুন বাস পরিষেবার বাসের সময়ও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিদার্থে। জানা যাচ্ছে সিউড়ি থেকে প্রতিদিন দুপুর ২টো বেজে ৩০ মিনিটে বর্ধমানের উদ্দ্যেশ্যে রওনা দেবে এই বাসটি। পথে বাসটি ইসলামবাজার, মোড়বাঁধ এবং গুসকরার মতো আরও কিছু জায়গায় স্টপেজ দেবে। এরপর এই বাসটি সকাল ৭টা বেজে ২৫ মিনিটে বর্ধমান থেকে রওনা দিয়ে গুসকরা হয়ে চলে যাবে সিউড়িতে। এক্ষেত্রেও বাসটি দুবরাজপুর, জয়দেব মোড়, ইসলামবাজার, ১১ মাইল মোড়বাঁধ সহ আরও কিছু জায়গায় স্টপেজ দেবে। এক কথায় সিউড়িকে বর্ধমানের সাথে জুড়ে দিতে এই নতুন বাস পরিষেবা (Suri Burdwan Bus Service) চালু করার পথে হাঁটলো রাজ্য পরিবহন দপ্তর।