New Commando Force: ভারতীয় সেনায় যুক্ত হবে ট্রেনিংপ্রাপ্ত নতুন কম্যান্ডো বাহিনী, ব্যবহার হবে আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স

Prosun Kanti Das

Published on:

Advertisements

New Commando Force: বর্তমানে যুদ্ধ হচ্ছে প্রতিটা ক্ষেত্রে, আকাশ থেকে শুরু করে সমুদ্র কিংবা মাটি সবই পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। এমনকি যুদ্ধ হচ্ছে জীবাণুদের সঙ্গেও। মহাকাশ যুদ্ধের ট্রেলার দেখার হয়তো সময় হয়ে এসেছে এবং তার জন্য মানুষকে প্রস্তুত থাকতে হবে। যুদ্ধের আবহাও এখন সর্বত্র। ভারতের বিভিন্ন তথ্যভান্ডারে বারবার হানা দিচ্ছে সাইবার হ্যাকাররা। বেশ কিছুদিন আগে একাধিক বিমানসংস্থার কাছে বিমানে বোমা রাখা আছে এমন মেসেজ আসছিল যা ছিল সম্পূর্ণ ভুয়ো। বিমান চলাচল আটকে গেছিল গোটা দেশে। বিমান সংস্থাগুলো কোটি কোটি টাকা ক্ষতির মুখেও পড়ে। ভোগান্তির শিকার হতে হয়েছে যাত্রীদের। আজকের এই প্রতিবেদনে জানতে পারব ভারতীয় সেনাবাহিনীতে কোন নতুন কম্যান্ডো ফোর্স যুক্ত হতে চলেছে।

Advertisements

বর্তমানে দেশের পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে ডিজিটাল প্রতারণা বেড়ে চলেছে দিনকে দিন। রোজ অসংখ্য সাধারণ মানুষের ডিজিটাল প্রতারণার শিকার হচ্ছে। তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে প্রতিনিয়ত। সাধারণ মানুষের জীবন অর্থাৎ সিভিলিয়ানদের জীবন দুর্বিসহ হয়ে উঠছে এই সাইবার ক্রাইম এর ফলে। ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরো বেশি কড়া করতে হবে এই ধরনের সমস্যা সমাধানের জন্য। ভারতীয় সেনাবাহিনীকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলার জন্য যুক্ত করা হচ্ছে নতুন ফোর্স (New Commando Force)।

Advertisements

প্রতিরক্ষার বিষয়টিও এর সঙ্গে জড়িত। ইসরো হলো ভারতের প্রথম সারির একটি প্রতিষ্ঠান যেখানে নিরাপত্তা এবং সুরক্ষা ব্যবস্থার কথা সবার আগেই চিন্তা করা হয়। মূলত চিন-পাকিস্তানের হ্যাকাররা দেশের বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানিগুলির তথ্য হ্যাক করার চেষ্টা করছে। যেগুলোর সঙ্গে প্রতিরক্ষা ব্যবস্থার সরাসরি বা প্রত্যক্ষ যোগাযোগ আছে। এছাড়াও এমন উদাহরণ পাওয়া গেছে যে হ্যাকাররা ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে সরাসরি ভারতীয় সেনার ওয়েবসাইট হ্যাক করার। দেশের ওপরে বিপদের আশঙ্কা বেড়ে চলেছে দিনকে দিন। গুরুত্বপূর্ণ তথ্যভাণ্ডার যদি হ্যাকারদের কবলে চলে আসে তাহলে সমস্যা হবে অবশ্যই। দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে এর জন্য কড়া হতে হবে। কি নতুন ব্যবস্থা (New Commando Force) নিচ্ছে ভারত?

Advertisements

আরও পড়ুন:Bangladesh vs Indian ArmyBangladesh vs Indian Army: কলকাতা দখল করবে বাংলাদেশ, ভারতীয় সেনাকে আদৌ কি টক্কর দিতে পারবে

দেশের তথ্য ভান্ডারকে সুরক্ষিত রাখতে এবং শত্রুর দমন করার জন্য দেশের সুরক্ষাকে আরো বেশি কঠিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শত্রুরা যে কোন সময় হামলা করতে পারে তাই সতর্ক থাকতে হবে দেশের প্রতিরক্ষা বাহিনীকে। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তাদের কাজ। ভারতের সামরিক ব্যবস্থার সঙ্গে জড়িত যে কোনও সিক্রেট ডেটাবেসকে সুরক্ষিত রাখতে কাজ শুরু করেছে Command Cyber Operations and Support Wings। যা ভারতীয় সেনার একটি স্বয়ংসম্পূর্ণ ইউনিট (New Commando Force)।

সেনাবাহিনীর এই ইউনিটের প্রধান কাজ হল প্রতিরক্ষা বিভাগগুলির নিজেদের মধ্যে কমিউনিকেশনকে নিরাপদ রাখা। আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে শত্রু দেশ যাতে তথ্য হাতাতে না পারে, আপাতত সেটাই প্রধান চিন্তা। এর জন্য ভারতে ব্যবহৃত হচ্ছে নানান ধরনের অত্যাধুনিক এআই নির্ভর টুলসও। অসামরিক ক্ষেত্রে সাইবার হানার মোকাবিলার কাজও চলছে। আগামী পাঁচ বছরের মধ্যে গোটা দেশে ৫০০০ সাইবার কম্যান্ডো (New Commando Force) তৈরি করা হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্র-রাজ্যের ফোর্স থেকে বাছাই করা কর্মীদের ট্রেনিং দেওয়া হবে আইআইটি-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশের প্রথম সারির প্রতিষ্ঠানগুলোয়। এইভাবে ভারতে তৈরি করা হবে আড়াইশো সাইবার কম্যান্ডো।

Advertisements